২০ এপ্রিল, ২০২৪

Tornado: ক্যালিফোর্নিয়ার পর এবার মিসিসিপিতে বিধ্বংসী টর্নেডো, মৃত্যু অন্তত ২৩ জনের
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-26 21:04:55   Share:   

ক্যালিফোর্নিয়ার পর এবার মিসিসিপিতে দেখা গেল বিধ্বংসী টর্নেডোর (Tornado) প্রভাব। প্রবল হাওয়া এবং ঝড়ের দাপটে লন্ডভন্ড হল মিসিসিপি (Mississippi)।

শুক্রবার মধ্যরাতে মিসিসিপি জুড়ে দমকা হাওয়ার সঙ্গে শক্তিশালী টর্নেডো ঝড়ের আবির্ভাব হয়। এই বিধ্বংসী ঘূর্নিঝড়ের কারণে কম করে ২৩ জনের মৃত্যু হয় এবং ৪ জন নিখোঁজও হয়। এছাড়াও প্রচুর মানুষ আহত হয়ে পড়েছে। প্রশাসন সূত্রের খবর, টর্নেডোর ঘূর্ণিঝড়ের ফলে ১০০ জনেরও বেশি মানুষ আশ্রয়হীন হয়ে যায়।

আবহাওয়া দফতর সূত্রে অনুমান, এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ে প্রায় ১০০ মাইল এলাকা জুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। এই টর্নেডোর প্রভাব গিয়ে পড়েছে পশ্চিম মিসিসিপির সিলভার সিটি নামে একটি ছোট শহরে। যার কারণে গোটা শহরজুড়ে বিদ্যুৎহীন ছিল। এমনকি শক্তিশালী এই ঘূর্নিঝড়ের কারণে শহরের অনেক ঘর-বাড়ির নানান ক্ষয়ক্ষতি হয় এবং প্রচুর গাছপালাও ভেঙে পড়েছে। 



Follow us on :