সাতকাণ্ড রামায়ণের পর এ কী হল! ট্যুইটারের শেয়ার (Twitter Share) কিনলেন ৪৪ বিলিয়ন অর্থাৎ ৪৪০০ কোটি মার্কিন ডলার ব্যয় করে। যা ভারতীয় মুদ্রায় (Indian currency ) ৩ লক্ষ ১২ হাজার ১৪৯ কোটি টাকার বেশি। বড় বড় হেডলাইনে খবর হল ট্যুইটারের নয়া মালিক টেসলার (Tesla) কর্ণধার এলন মাস্ক (Elon Musk)। জানা যাচ্ছে, এখনই ট্যুইটারের মালিক হতে পারছেন না তিনি। শুক্রবার ট্যুইট করে সেকথা নিজেই জানালেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি।
ট্যুইটে(Tweet) লিখেছেন, ট্যুইটার ইনকর্পোরেশন অধিগ্রহণের চুক্তি (Incorporation Acquisition Agreement ) আপাতত স্থগিত রাখা হচ্ছে। এছাড়া স্প্যাম (Spam) এবং ভুয়ো অ্যাকাঊন্টের(Fake account) রিপোর্ট তিনি চেয়েছিলেন। যা এখনও তাঁর হাতে আসেনি। এই কারণে তিনি এই গুরুত্বপূর্ণ চুক্তি স্থগিত রেখেছেন। তিনি আরও লিখেছেন, ট্যুইটার ব্যবহারকারীর মোট ৫ শতাংশ স্প্যাম বা ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে।
উল্লেখ্য, প্রথমে ট্যুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনেছিলেন এলন মাস্ক (Elon Musk)। সে সময় থেকেই শুরু হয়েছিল পুরো ট্যুইটার কেনার গুঞ্জন। সেই গুঞ্জনকে সত্যি করে কিনে ফেললেন পুরো ট্যুইটার সংস্থাটি। তবে মানুষের ভাবাবেগে আঘাত করে এমন ট্যুইট করতে পারবেন না স্বয়ং মালিক। এরকমই কিছু বিধিনিষেধ জারি করছিল ট্যুইটার সংস্থা।