ব্রেকিং নিউজ
A-peace-war-in-the-Maldives-after-the-resignation-of-Sri-Lanka
Sri Lanka: পদত্যাগের মুখে শ্রীলঙ্কা ছেড়ে মালদ্বীপে আশ্রয় রাষ্ট্রপতির

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-07-13 14:37:15


চরম সংকটে রয়েছে শ্রীলঙ্কা। পরিস্থিতি এতটাই খারাপ যে তা এখনই আন্দাজ করা মুশকিল। আর এই কঠিন পরিস্থিতিতেই দেশ ছেড়ে চম্পট দিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষে। সূত্রের খবর, বুধবার পদত্যাগ করতে পারেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভে সামিল শ্রীলঙ্কাবাসী। এরপর বুধবার সকালে মালদ্বীপে পৌঁছেছেন তিনি, আপাতত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। মালেতে ভেলানা বিমানবন্দরে মালদ্বীপের সরকারি কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

মঙ্গলবার রাতে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করা একটি আন্তোনভ-৩২ সামরিক বিমানে চারজন যাত্রীর মধ্যে রাষ্ট্রপতি রাজাপক্ষে, তাঁর স্ত্রী এবং একজন দেহরক্ষী ছিলেন, সূত্র মারফত খবর। এছাড়াও, মালে বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, মালদ্বীপে পৌঁছনোর পর তাঁদের পুলিস এসকর্টের অধীনে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

পাশাপাশি জানা যায়, গোটাবায়া রাজাপক্ষে বুধবার পদত্যাগ করার এবং শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর  করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সূত্র মারফত খবর, নতুন রাষ্ট্রপতির নাম চূড়ান্ত করতে ১৫ ই জুলাই লঙ্কান পার্লামেন্ট একটি বিশেষ অধিবেশন আহ্বান করবে। এছাড়াও জানা যায়, গোটাবায়া রাজাপক্ষে আটক হওয়ার সম্ভাবনা এড়াতে পদত্যাগ করার আগে বিদেশে যেতে চেয়েছিলেন।

প্রসঙ্গত, শ্রীলঙ্কা গত কয়েক মাস ধরে ব্যাপক অর্থনৈতিক সঙ্কটের মুখে রয়েছে এবং এই সপ্তাহান্তে বিক্ষোভ চরমে পৌঁছেছে যখন বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবনে ঢুকে পড়ে। প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে সর্বদলীয় সরকার ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত হলে তিনি পদত্যাগ করার ঘোষণাও করেছেন। গত কয়েকদিন বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির বাসভবনেই রয়েছে। অনেকে রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের উপর আক্রমণ করেছেন যে দেশের মানুষ দুর্ভোগ পোহাতে হয়েছে।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন