দৈত্যকার জলহস্তির মুখ থেকে বেঁচে ফিরেছে এক খুদে। হাড়হিম করা এই ঘটনা আফ্রিকার উগান্ডায়। ভয়ঙ্কর এই ঘটনা চলতি বছর এপ্রিলের। তবে সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন ডিজিটাল। জানা গিয়েছে, এডওয়ার্ডস হ্রদে জলহস্তীর আক্রমণের মুখে পড়ে এক খুদে। নিজের বাড়ির বাইরে খেলতে খেলতে হ্রদের কাছে চলে যায় সে। তারপরই জলহস্তীর আক্রমণের মুখে পড়ে ওই খুদে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির অর্ধেক দেহ গিলে ফেলায় স্থানীয়রা পাথর ছুড়তে থাকে জলহস্তীর দিকে। তার পরই শিশুটিকে মুখ থেকে উগড়ে দেয় জলহস্তী। সঙ্গে সঙ্গে খুদেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হয়।
যদিও প্রাণী বিশেষজ্ঞদের দাবি,জলহস্তী যেহেতু নিরামিষভোজী, তাই সে-ও শিশুটিকে নিয়ে খেলছিল।