ব্রেকিং নিউজ
8-Richter-scale-tremor-hits-turkey-and-neighbouring-Syria-killed-at-least-200-people-
Earthquake: প্রাণ বাঁচাতে ছুটছে তুরস্কবাসী, ভূমিকম্পের জেরে মৃত-আহতর সংখ্যা ৫০০ পার!

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-02-06 12:43:45


সোমবার ভয়াবহ ভূমিকম্পের (Earthquake) জেরে তছনছ তুরস্ক (Turkey) ও সিরিয়া (Syria) । রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। মৃতের সংখ্যা ২০০ অতিক্রান্ত। 

তুরস্ক মিডিয়ার পক্ষ থেকে ১০০ জনের মৃত্যু ও ৪৪০ জনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ভূমিকম্পের জেরে একটি ১৬তলা বিল্ডিং-এ ধস নামে। তুরস্কের রাজধানী আনকারা থেকে ৪৬০ কিমি দূরে এই ভূমিকম্পের উৎস বলে জানা গিয়েছে। ভূমিকম্পের তরঙ্গের গতি এতই বেশি ছিল যে, সাইপ্রাস ও লেবাননেও কম্পন অনুভূত হয়। উত্তর সিরিয়ায় মারা গিয়েছেন ৯৯ জন, গুরুতর আহত হয়েছেন প্রায় ৩৩৪ জন।

প্রসঙ্গত, ১৯৩৯ সালেও ভয়াবহ ভূমিকম্পে কেঁপেছিল তুরস্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় ছড়িয়েছে বিপর্যয়ের দৃশ্য। ভিডিওয় দেখা যাচ্ছে বিল্ডিংগুলি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। প্রাণ বাঁচানোর আশায় স্থানীয়দের ছোটাছুটি করতেও দেখা যাচ্ছে। উদ্ধারকাজে এগিয়ে এসেছে দমকলকর্মী এবং বিপর্যয় মোকাবিলা দফতর।

তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছেন ইতিমধ্যেই উদ্ধারকারী দল উপস্থিত হয়েছে। বিল্ডংগুলির ধ্বংসস্তুপের নীচে কেউ বেঁচে আছেন কিনা তা খোঁজ নেওয়া হবে।







All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন