লস অ্যাঞ্জেলেসে একটি পার্টিতে আচমকা বন্দুকবাজের হামলা। গুলিতে তিনজন নিহত। আহত হয়েছেন চারজন, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটে রবিবার।
লস অ্যাঞ্জেলেস পুলিস বিভাগের মুখপাত্র জেডার চাভেস জানিয়েছেন, সোমবারের রিপোর্টের ভিত্তিতে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রাত সাড়ে ১২ টার দিকে ঘটে যাওয়া এই গোলাগুলি কী কারণে, তা এখনও জানতে পারেননি গোয়েন্দারা। সন্দেহজনক কোনও তথ্যও প্রকাশ করা হয়নি।
রক্তের দাগ পাওয়া যায় ফুটপাতে ও আহত-নিহতদের পোশাকে। রিপোর্টে এও বলা হয়, দুজন আক্রান্তের অবস্থা স্থিতিশীল এবং চতুর্থজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
কর্মকর্তারা খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যান। সেখানে দুজনকে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তৃতীয় ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত ঘোষণা করা হয়।
লস এঞ্জেলেস কাউন্টি মেডিক্যাল পরীক্ষক-কোরোনারের অফিস থেকে দুজন নিহতের পরিচয় জানিয়েছেন। একজনের নাম ড্যানিয়েল ডানবার (২৭) এবং র্যান্ডি টাইসন (২৫)। ইতিমধ্যে তাঁদের ময়নাতদন্ত করা হয়েছে।
ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।