একটি নাইট ক্লাবে গোলাবর্ষণে মৃত্যু হল ২ জনের। আহত ৪ জন বলে জানিয়েছে পুলিস। ঘটনাটি ঘটেছে রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর দক্ষিণ-পূর্বাঞ্চলের গ্যারিতে অবস্থির ইন্ডিয়ানার একটি নাইট ক্লাবে।
রাত ২ টোর দিকে গোলাগুলির খবর ছড়িযে পড়ে। প্রাথমিক খোঁজখবরের পর কর্মকর্তারা জানান, গোলাগুলিতে দুজনের প্রাণ গিয়েছে। নাইট ক্লাবের প্রবেশপথের কাছে পাওয়া যায় ৩৪ বছর বয়সী এক ব্যক্তির দেহ। অন্যদিকে ২৬ বছর বয়সী এক মহিলার দেহ মিলেছে নাইট ক্লাবের ভিতর। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। এছাড়া আরও চারজন আহত হয়েছেন, যাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিস।
কর্তৃপক্ষ নিহতদের নাম বা তথ্য প্রকাশ করেনি। কী কারণে গুলি চালানো হল, তা খতিয়ে দেখছে পুলিস। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনওরকম বচসার কারণে এই ঘটনা ঘটেছে।