LATEST NEWS
28 May, 2023

Ukraine-Russia War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১০০ দিন পরেও কিয়েভে ফের গোলাবর্ষন
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৬-০৫ ১৬:৩৯:২৮   Share:   

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ১০০ তম দিন অতিক্রান্ত। তবুও যুদ্ধ থামার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। রবিবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভের উপর ফের হামলা চালিয়েছে রুশ বাহিনী। ব্যাপক গোলাবর্ষণের জেরে আহত হয়েছেন এক ইউক্রেনীয় নাগরিক। এমনটাই খবর কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো সূত্রে। ভয়াবহ বিস্ফোরণে সাতসকালে কেঁপে উঠেছে কিয়েভ। 

উল্লেখ্য, সেভেরদোনেৎস্ক অঞ্চলে লাগাতার হামলা চালিয়েছে রাশিয়ান সেনারা। রবিবার আকাশপথে তারা আক্রমণ চালায়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তাঁর দেশের ২০ শতাংশ ভূখণ্ড এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা বিভাগ সবশেষ মূল্যায়নে বলেছে, রাশিয়া এখন পূর্ব ডনবাসে কৌশলগত সাফল্য লাভ করছে। 

Ad code goes here

অন্যদিকে ন্যাটোর প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন 'ওয়ার অব অ্যাট্রিশন' বা 'দাঁতে দাঁত চেপে যুদ্ধ চালিয়ে যাওয়া'-র অবস্থায় উপনীত হয়েছে এবং পশ্চিমী দেশগুলিকে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য' তৈরি হতে হবে।

Ad code goes here

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার, ৩ জুন সেই যুদ্ধ ১০০ দিনে পদার্পণ করেছে। রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান অনুযায়ী, ইউক্রেনে রুশ হামলায় এখনও পর্যন্ত কমপক্ষে ২৪৩ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪৪৬ শিশু। সবমিলিয়ে ৪ হাজার ১৪৯ ইউক্রেনীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ হাজার ৯৪৫ জন। বেসরকারি হিসেবে সংখ্যা আরও বেশি বলে মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :