Share this link via
Or copy link
---------
মেষ-
যা করবেন মন দিয়ে করবেন। ভুল হলে সমূহ বিপদ। পেছনে কথা বলার লোকই বেশি। কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির সম্ভাবনা। শরীর নিয়ে ততটা ভাববেন না।
বৃষ-
ধৈর্য ধরুন অপেক্ষা করুন। যা আগামী পদক্ষেপ ঠান্ডা মাথায় নিন। গৃহ ও মানসিক চাপ যথেষ্ট থাকবে। বাবার শরীরে দিকে বিশেষ নজর দিন। ছেলে খেলায় সুযোগ হাতছাড়া করবেন না। ব্যবসা বুঝে লগ্নি করুন।
মিথুন-
শরীর তেমন ভালো যাবে না। ক্লান্তি আসবে মানসিকভাবে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসার সম্ভাবনা। জেনেবুঝে সুযোগ গ্রহণ করুন। আর্থিক উন্নতি ও পদোন্নতির যোগ। ব্যবসার ক্ষেত্রে লগ্নির যোগ।
কর্কট-
কোনও এক অজানা কারণে পদোন্নতি আটকে যাবে। আর্থিক উন্নতির প্রবল সম্ভাবনা। দলাদলি ও অফিস রাজনীতি এড়িয়ে চললে মঙ্গল। মানসিক জোর কর্মক্ষেত্রে এগোতে সাহায্য করবে।
সিংহ-
মাতৃকুলের সম্পত্তির দখল আপনার হাতে আসতে পারে। মাথা গরম করলে কর্মক্ষেত্রে সাফল্য কম। তবে পরিশ্রমের মূল্য অবশ্যই আপনি পাবেন। জল বেশি করে খান। পুলিসি ঝামেলা এড়িয়ে চলুন।
কন্যা-
মানসিক অস্থিরতা আপনার কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে। যথেষ্ট করেও সম্মান প্রাপ্তিতে বাধা। সম্মানহানি হওয়ার যোগ। ছোটখাট তুচ্ছ ঘটনাও খুটিয়ে দেখুন।
তুলা-
এলোমেলো চিন্তা আপনাকে সহকর্মী থেকে আলাদা করে দেবে। বয়সের কথা ভেবে কাজ করুন। বন্ধু বা স্বজন মহলে মতের অমিল হতে পারে। দাম্পত্য কলহ দেখা দিতে পারে। স্ত্রীর সাহায্যে ভাগ্যে উন্নতি।
বৃশ্চিক-
দীর্ঘদিনের পারিবারিক সমস্যা সমাধান হওয়ার যোগ। কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি ও দূরে বদলির সম্ভাবনা। নতুন সংবাদে মানসিক তৃপ্তি লাভ। কঠোর মনের জোর দিয়ে কোনও দুরুহ কাজে সাফল্য।
ধনু-
সন্তানের কৃতকর্মে আপনি গর্বিত হবেন। দীর্ঘদিনের বঞ্চনার প্রতিদান পেতে সাহায্য করবে আপনার প্রতিপক্ষ। ঈশ্বর ভক্তিতে আপনার মন আবেগ আপ্লুত হবে। ব্যবসার ক্ষেত্রে ভালো।
মকর-
আপনার কর্মেও গৃহশান্তি আনতে পারে। যদি আপনি সেইমত চলেন। সহকর্মীদের সঙ্গে মতের অমিত হতে পারে। নারী শত্রুতা থেকে সাবধান। স্বজন বিরোধ দেখা দেবে। বেশি লাভের আশায় ক্ষতির সম্ভাবনা।
কুম্ভ-
যাবতীয় কাজকর্ম দুপুরের আগেই সেরে নিন।গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত ফেলে রাখবেন না। স্বামী ও স্ত্রীর মধ্যে মতের অমিল হতে পারে। পুরনো মানসিক যন্ত্রণা দেবে। বদনাম হওয়ার যোগ।
মীন-