---------
মেষ-
নতুন কিছু করার তাগিদ অনুভব করবেন। স্বাস্থ্য কর্মীরা। গবেষণামূলক কাজে সাফল্য লাভ। খেয়াল রাখুন যে সম্মানহানী না হয়। সাবধানে থাকুন
বৃষ-
মানসিক উৎকণ্ঠায় থাকবেন। কোনও কিছু প্রাপ্তির জন্য অপেক্ষা করতে হতে পারে। অবশ্য সেটা ভালোর জন্য। মা অথবা বাবার শরীর খারাপে চিন্তা বাড়বে।
মিথুন-
আটকে থাকা পাওনা টাকা পেয়ে যেতে পারেন। কর্মে মন দিন সফলতা আসবে। পুরনো রোগ পুনরায় দেখা দিতে পারে।
কর্কট-
দীর্ঘদিনের কোনও আশা পুরণ হতে পারে। এমন কোনও কাজ করবেন না যাতে মানসিক স্থিতি নষ্ট হতে পারে। অহমবোধ বিপদের কারণ হতে পারে।
সিংহ-
কোনও কাজ সঠিকভাবে হতে চাইবে না। মাতৃকুলের সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে। কিডনির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
কন্যা-
বিতর্ক-বিবাদ এড়িয়ে চলুন। যাকে দেখে শত্রু মনে হবে তাকে এড়িয়ে চলুন। হঠকারী কোনও সিদ্ধান্ত নেবেন না। সন্তানের বিষয়ে চিন্তা বাড়বে।
তুলা-
কর্মপ্রার্থীদের সুসময় আসতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় মন দিন। মায়ের শরীর খারাপে চিন্তা বাড়বে। ব্যবসায় লাভের সম্ভাবনা।
বৃশ্চিক-
নতুন কাজে সুযোগ আসতে পারে। তবে তা গ্রহণ করা না কার আপনার দায়িত্ব। অনৈতিক যোগাযোগ এড়িয়ে চলুন।
ধনু-
যে সমস্ত সন্তান ডাক্তারি বা প্রশাসনিক দায়িত্বে আছেন তাদের কৃতকর্মের জন্য আপনি গর্বিত হবেন। অনেক দুঃখের মধ্যেও মানসিক শান্তি পাবেন।
মকর-
কারোর কথায় কান দেবেন না। আপনি নিজের মনে কাজ করে যান। শুধু খেয়াল রেখে যান যেন আপনার ভুল কেউ ধরতে না পারে।
কুম্ভ-
মনের জোরে এগিয়ে যাওয়ার সাহস পাবেন। মাঝে মধ্যে একাকী মনে হলেও ভাইবোনের সাহায্য পাবেন। জলপথে এড়িয়ে চলুন। গবেষকদের শুভ সময়।
মীন-