---------
মেষ-
কর্মস্থলে দায়িত্ববান হলে উন্নতি সম্ভব। খাদ্য দ্রব্যের ব্যবসায় লগ্নিতে লাভের যোগ।
বৃষ-
কর্মস্থলে শত্রুতা সম্পর্কে সতর্ক থাকুন।বাবার অমতে নতুন কোনও কাজে হাত দেবেন না।
মিথুন-
সন্তানকে বেশি প্রশয় দিলে দাম্পত্য জীবনে মতভেদ। উত্তেজনায় বাক সংযম হারালে ক্ষতি আপনার।
কর্কট-
স্বামী ও স্ত্রী যৌথভাবে সিদ্ধান্তে গৃহে শান্তির ফিরবে। মায়ের শারীরিক উন্নতিতে স্বস্তি।
সিংহ-
রক্তচাপের হেরফেরে বুকের ব্যথা। চিকিৎসকের পরামর্শ নিন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করুন।
কন্যা-
সন্তানের কৃতকর্মে আপনি গর্বিত হবেন। উচ্চশিক্ষার সুবাদে বিদেশ যাত্রার খবর মোহিত করবে।
তুলা-
দীর্ঘদিনের বঞ্চনার উপযুক্ত মূল্য ফেরত পাবেন। শেয়ার সূত্রে আয় বাড়বে।
বৃশ্চিক-
পৈতৃক সম্পত্তি নিয়ে ভ্রাতৃ বিরোধ। আইন আদালত ত্যাগ করুন। শান্তিভঙ্গের যোগ।
ধনু-
বলিষ্ঠ ভাষণে শ্রোতাদের মন জয়। বিপনন সংস্থার কর্মীদের শুভ সময়। সম্পত্তি রক্ষায় আইনি পরামর্শ নিন।
মকর-
অনৈতিক প্রেমের সম্পর্কে জড়িয়ে কর্মস্থলে অপমানিত হতে পারেন। অতি লোভে শেয়ারে ক্ষতির যোগ।
কুম্ভ-
তৃতীয় ব্যক্তির আগমনে দাম্পত্য কলহ। অতি উত্তেজনায় ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।
মীন-