---------
মেষ-
হিসাব পরিক্ষক, ব্যাঙ্ক কর্মীদের শুভ সময়। নতুন কাজের যোগাযোগ আসবে। বাবার শরীরের প্রতি নজর দিন। ভাই-বোনের মধ্যে সম্পত্তি নিয়ে ঝামেলা।
বৃষ-
কর্মক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ। কথাবার্তা সতর্কভাবে বলুন। আপনার কথার উল্টো মানে করে বদনাম হতে পারে। সংসার জীবনে মানিয়ে চলার চেষ্টা
মিথুন-
বিতর্ক বিবাদ এড়িয়ে চলুন। সহকর্মীদের সঙ্গে আন্তরিকভাবে মেলামেশা করুন। শিশুসুলভ আচরণ করবেন না।
কর্কট-
কর্মক্ষেত্রে মহিলা কর্মীদের থেকে ঝামেলা আসতে পারে। নতুন কোনও যোগাযোগ এলে খতিয়ে দেখে নিন। ব্যবসায় লগ্নি না করাই ভালো।
সিংহ-
কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ। অনেক দুরুহ কাজ আপনার দ্বারা সম্ভব। মনস্থির করে এগিয়ে যান। আবেগে আপ্লুত হয়ে কাউকে কথা দেবেন না।
কন্যা-
কু-চিন্তা ত্যাগ করুন। প্রেম প্রণয়ে হিসেব নিকেশ করবেন না। গঠনমূলক কাজের সঙ্গে যারা যুক্ত তাদের শুভ সময়।
তুলা-
বুদ্ধির বিভ্রাট হতে পারে। লোভের ফাঁদে পা দেবেন না। গুরুজনের কথা মেনে কাজ করলে লাভ। কাউকে টাকা ধার দেবেন না।
বৃশ্চিক-
অনেক ভালো সময় তবে আর্থিক উন্নতি কম। অনৈতিক কোনও সম্পর্কে জড়াবেন না। প্রেমের প্রলোভনে পা দেবেন না।
ধনু-
পরিমার্জিত ভাষা ব্যবহার করুন। সমস্যা যতই হোক সমাধানের রাস্তাও আছে। অপানি প্রমাণ করুন আপনার যোগ্যতা প্রমাণ করুন।
মকর-
কর্মক্ষেত্রে আপনি আপনার পদাধিকার বলে কিছু করতে গেলে শত্রুতা বাড়বে। আপনি ভুল পদক্ষেপের শিকার হবেন।
কুম্ভ-
শিশুসুলভ আচরণে শুভ যোগ হাতছাড়া হতে পারে। কোনও কাজ করার আগে গভীরভাবে মনোনিবেশ করুন।
মীন-