---------
মেষ-
আপনার সম্পত্তি নিয়ে আত্মীয়ের সঙ্গে ঝামেলা বাড়বে। পদোন্নতি হতে গিয়েও আটকে যাবে। ঝামেলা এড়িয়ে চলুন।
বৃষ-
পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলায় আইন আদালত করবেন না। শত্রুতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে আরও যত্নবান হোন।
মিথুন-
দাম্পত্য কলহ চরম আকার নিতে পারে। শরীরের প্রতি নজর দিন। মাথা গরম করলে পদোন্নতি আটকে যেতে পারে।
কর্কট-
স্বামী স্ত্রী যৌথ যৌথভাবে সিদ্ধান্ত নিন। নিজের মত প্রতিষ্ঠা করতে গেলে বিপদ বাড়বে।
সিংহ-
জমি বাড়ি নিয়ে কারবারীদের শুভ সময়। কৃষি পণ্য বা কৃষকরা ন্যয্য মূল্য পাবেন। শত্রুতা থেকে সাবধান।
কন্যা-
সন্তানের বেয়ারাপনায় উদ্বিগ্নতা বাড়বে। ভ্রাতৃবিরোধ গৃহস্থান বদলের পরিকল্পনা। গবেষণামূলক কাজে সাফল্য।
তুলা-
গৃহ পরিবেশ আপনার মনের মতো হবে না। ঝুট ঝামেলা কূটকাচালী থেকে বিরত থাকুন। সহকর্মীরা অসহযোগিতা করবে।
বৃশ্চিক-
আপনার নতুন কর্মের সন্ধান বা বিকল্প কর্ম সংস্থানের সুবাদে প্রসন্নতা লাভ। আইনগত খতিয়ে দেখে যোগদান করুন।
ধনু-
কর্কশ ভাষা পরিহার করুন। অসংযম বাক্য বিপদ বাড়াবে। একাধিক উপায়ে আয় বাড়বে।
মকর-
আপনার ভাবনা অন্যের ভাবনার সঙ্গে অমিল হবে। দ্বন্দ্ব থেকে সম্পর্ক হানীর যোগ। সব দায়িত্বভার নিলে ক্ষতির যোগ।
কুম্ভ-
স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হবে। কর্মক্ষেত্রে তার প্রভাব পড়বে।অহংকার পরিত্যাগ না করলে, একাকীত্বে ভুগবেন।
মীন-