ব্রেকিং নিউজ
Horoscope 15 Feb: কেমন যাবে আপনার দিনটি, দেখে নিন রাশিফল
HomehoroscopeHoroscope 15 Feb: কেমন যাবে আপনার দিনটি, দেখে নিন রাশিফল
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-02-14 19:08:12
১৫.০২.২২
রাশি- কর্কট
নক্ষত্র-পুষ্যামী অধিপতি শনি
গণ-দেব
শুভসংখ্যা-৬
---------
মেষ-
সন্তানের উন্নতিতে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। পারিবারিক সমস্যা নিজের হাতে সমাধান করুন।
বৃষ-
কর্মসূত্রে দূরবর্তী স্থানে বদলিতে চাপ বাড়বে। কর্মে আরও যত্নশীল হওয়া দরকার। উদাসীনতায় সুযোগ নষ্ট হতে পারে।
মিথুন-
সরকারি বা সরকারতুল্য কাজে যোগ। কর্মকুশলতায় প্রতিপত্তি বৃদ্ধি।অধিক দায়িত্বপালনে ক্লান্তি দেখা দেবে।
কর্কট-
আয়ভাব ভালো। দীর্ঘদিনের আটকে থাকা কাজে গতি আসবে। কথাবার্তার মুন্সিয়ানায় সম্মান বৃদ্ধি।
সিংহ-
অহেতুক মাথা গরম না করাই ভালো। শরীরের উপর চাপ বাড়বে। রক্তচাপের হেরফেরে সমস্যা বাড়বে।
কন্যা-
ছোট ভুলে সম্মান হানির পরিস্থিতি তৈরি হবে। কর্মস্থলে আর্থিক বুঝে করুন। কেউ ফাঁসিয়ে দিতে পারে।
তুলা-
কর্মক্ষেত্রে উন্নতির সুবাদে আর্থিক উন্নতির সংবাদ পাবেন। মায়ের হার্টের সমস্যা দেখা দেবে।
বৃশ্চিক-
নামি বহুজাতিক সংস্থা অথবা সরকারি প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির যোগ। কাজের মুন্সিয়ানায় আর্থিক উন্নতি।
ধনু-
পৈতৃক সম্পত্তি বণ্টনে ভ্রাতৃ বিরোধ। আইন আদালত এড়িয়ে চলুন। বিতর্ক বিবাদে যাবেন না। নথিপত্র যত্নে রাখুন।
মকর-
উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ কর্মস্থল পরিবর্তনের চেষ্টা। নিজের ভুলে শুভযোগ হাতছাড়া হতে পারে।
কুম্ভ-
দাম্পত্য কলহে দুশ্চিন্তা বাড়বে। কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের আদেশ মেনে চললে পদোন্নতি সম্ভব। দূরে বদলি ও দায়িত্ব বৃদ্ধি।
মীন-
প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও নতুন কর্মপ্রাপ্তির যোগ। ভূমি ও রাজস্ব বিভাগে কর্মরতদের আর্থিক উন্নতি।