ব্রেকিং নিউজ
Horoscope 17 Feb: কেমন যাবে আপনার দিনটি, দেখে নিন রাশিফল
HomehoroscopeHoroscope 17 Feb: কেমন যাবে আপনার দিনটি, দেখে নিন রাশিফল
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-02-16 18:59:02
১৭.০২.২২
রাশি- সিংহ
নক্ষত্র-মঘা অধিপতি শুক্র
গণ-নর
শুভসংখ্যা-৮
---------
মেষ-
ভাগ্য আপনার সু্প্রসন্ন হলেও নিজের অসর্তকতা শুভ যোগ নষ্ট হবে। বিবাহ বিষয়ে শুভ। ব্যবসায় লগ্নি লাভদায়ক।
বৃষ-
কর্মস্থলে শত্রুতা থেকে সাবধান। আপনার বিরুদ্ধে চক্রান্ত হতে পারে। আয়ভাব শুভ।
মিথুন-
সহকর্মীদের সহযোগিতায় কর্মস্থলে উন্নতি। আর্থিক ভাব শুভ। সন্তানের কর্মকৃতিত্বে আপনি গর্বিত হবেন। ব্যবসায় শুভ যোগ।
কর্কট-
দলাদলি থেকে বিরত থাকুন। প্রেমের ফাঁদে পা দিলে বিপদ বাড়বে। মুখ ও মুখোশ চিনতে ভুল করলে বিপদ বাড়বে।
সিংহ-
বড় নামী প্রতিষ্ঠান অথবা সরকারি দফতরে কর্মপ্রাপ্তির যোগ। বেকররা সুসংবাদ পাবেন। বিবাহ বিষয়ে শুভ।
কন্যা-
আর্থিক উন্নতির যোগ। কর্মপরিবর্তনের শুভ সময়। জমি বাড়ি ক্রয়ে আর্থিক সংস্থান হবে। দাম্পত্য সুখ পাবেন।
তুলা-
অনৈতিক সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসুন। সম্পর্কের অবনতি ঘটবে। বিবাহ বিষয়ে শুভ হলেও পারিবারিক জীবন ভালো নয়।
বৃশ্চিক-
খরচে রাশ টানুন। অপচয় করলে অভাব দেখা দেবে। ঋণ বাড়তে পারে। সন্তানের মতিগতি মনের মতো হবে না।
ধনু-
গুরুত্বপূর্ণ কাজ আজই শেষ করুন। বিলম্ব করলে বিড়ম্বনা বাড়বে। সম্পর্কের টানা পোড়েনে বিতর্কে জড়িয়ে পড়বেন।
মকর-
কর্মস্থলে যথেষ্ট সুযোগ পেয়েও আর্থিক উন্নতি বিলম্বিত হবে। সম্পর্কের টানা পোড়েন ও বিতর্কে জড়িয়ে পড়তে পারেন।
কুম্ভ-
প্রিয় বন্ধুর সাহায্যে আর্থিক উন্নতির যোগ। অহংকারী মনোভাব ত্যাগ না করলে কর্মক্ষেত্রে একাকিত্বে ভুগবেন।
মীন-
আপনার কর্মদক্ষতায় মূল্যায়ন না হওয়ায় হতাশা বাড়বে। প্রতিহিংসাপরায়ণ হয়ে বদলা নিতে যাবেন না।