ব্রেকিং নিউজ
Horoscope 20 Feb: কেমন যাবে আপনার দিনটি, দেখে নিন রাশিফল
HomehoroscopeHoroscope 20 Feb: কেমন যাবে আপনার দিনটি, দেখে নিন রাশিফল
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-02-19 18:59:56
২০.০২.২২
রাশি-কন্যা
নক্ষত্র-হস্তা অধিপতি চন্দ্র
গণ-দেব
শুভসংখ্যা-২
---------
মেষ-
গুরুত্বপূর্ণ কোনও কাজে হাত না দেওয়ারই ভালো। শত্রুতার জেরে সম্পত্তি ক্রয়ে বাধা
বৃষ-
মানসিক দৃঢ়তা ও অধ্যাবসায় থাকলে নতুন কর্মপ্রাপ্তির যোগ। গঠনমূলক কাজে স্বীকৃতি।
মিথুন-
কর্মস্থলে গঠনমূলক কাজের সুবাদে আর্থিক উন্নতির যোগ। কর্কশ ব্যবহারে সুযোগ নষ্ট হতে পারে।
কর্কট-
জটিল চিন্তাভাবনা পরিহার করুন। সুসময়ের জন্য অপেক্ষা করুন। গোপন কথা কাউকে বলবেন না।
সিংহ-
হস্তশিল্পের নিপূণতায় আর্থিক উন্নতির যোগ। ধৈর্যের অভাবে শুভযোগ হাতছাড়া হতে পারে। ব্যয় সংকোচন দরকার।
কন্যা-
দক্ষতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও মূল্যায়ন না হওয়ায় হতাশা বাড়বে। কর্মস্থলে দূরভ্রমণে মানসিক চাপ বাড়বে। বিবাহের যোগ।
তুলা-
ছোট ভুলের জন্য পদোন্নতি আটকে যাবে। উদারতা বিপদ বাড়াবে। অনৈতিক সম্পর্ক থেকে সরে আসুন।
বৃশ্চিক-
সৃষ্টিশীল কাজের স্বীকৃতি ও আর্থিক উন্নতির যোগ। শিল্পী ও কলাকুশলীদের শুভ সময়।
ধনু-
গঠনমূলক কাজে প্রশংসা তো পাবেন না বরং ত্রুটি খুঁজবে নিন্দুকরা। ছলনাময়ী নারী থেকে দূরে থাকুন।
মকর-
পৈতৃক সম্পত্তির দখল নিয়ে সম্পর্কহানীর যোগ। ভুল সিদ্ধান্তে আর্থিক ক্ষতির যোগ।
কুম্ভ-
প্রতিযোগিতায় ছোট ভুলের জন্য বড় ক্ষতির আশঙ্কা। বুক ও হার্টের সমস্যা দেখা দেবে।
মীন-
সৃষ্টিশীল কাজে স্বীকৃতি। জীবন সঙ্গীর কৃতকর্মে গর্বিত হবেন। সন্তানের বেয়াড়াপনায় আনন্দ মাটি।