২৩.০১.২২
রাশি-কন্যা
নক্ষত্র-উত্তরা অধিপতি রবি
গণ-নর
শুভসংখ্যা-৫
---------
মেষ-
কর্মক্ষেত্রে কর্তাব্যক্তির হস্তক্ষেপে কর্মে নিরাশা মুক্তি ও আর্থিক উন্নতির যোগ। মায়ের শরীর নিয়ে চিন্তা বরং মায়ের সৌজন্য ধন প্রাপ্তির সম্ভাবনা। ব্যবসায়ীরা দুগ্ধজাতীয় পণ্যে অধিক লাভের মুখ দেখবেন।
বৃষ-
কর্মক্ষেত্রে মহিলা সহকর্মীর সাহায্যে কর্মে কৃতিত্ব দেখানোর সুযোগ পাবেন। তা সত্ত্বেও সাফল্য অধরা থাকবে। অচেনা কাউকে সাহায্য করতে যাবেন না।
মিথুন-
অহেতুক বাগবিতণ্ডায় কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে। মনে রাখুন আপনার বিরোধীপক্ষ বেশ শক্তিশালী প্রতিদ্বন্দীতা গিয়ে লাভ হবে না। উলটো মানসিক চাপ বাড়বে।
কর্কট-
প্রয়োজনীয় কাজ আজই শেষ করার চেষ্টা করুন। যতটা আশা করবেন ততটা ফল নাও হতে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়বে। স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দেবে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন।
সিংহ-
আপনার ছোট কোনও ভুল প্রতিপক্ষকে শক্তিশালী করবে। অতএব বুঝে চলুন। কর্মক্ষেত্রে মানিয়ে নিতে না পারলে আর্থিক ক্ষতির যোগ। বুকে জলজমা ঠান্ডা লাগার সম্ভাবনা। কোনও নারীকে টাকা ধার দেবেন না।
কন্যা-
কর্মক্ষেত্রে একটা কাজ শেষ করেছেন অন্য একটা কাজ এসে আপনাকে বিব্রত করে চলেছে। মাঝে মধ্যে মনে হবে সব ছেড়ে দিতে।
তুলা-
কর্মক্ষেত্রে বেশি বন্ধু বাৎসল্য দেখাবেন না। তাতে অহেতুক খরচা বাড়বে। পদোন্নতি আটকে গেলে হতাশা বাড়বে। অফিসের ঝামেলা বাড়িতে আনবেন না।
বৃশ্চিক-
মায়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণে আইনি পরামর্শ দরকার। প্রয়োজনে লিখিত চুক্তিপত্রে সই করে নেবেন। প্রশাধনী ও তরল পদার্থের ব্যবসায় উন্নতির যোগ।
ধনু-
মানসিক হতাশা থেকে কর্মক্ষেত্রে ঝামেলা বাড়বে। আপনার সরলতা, উদারতার সুযোগ আপনাকে বিপদে ফেলতে পারে।ব্যবসায়ীরা ঝুকি এডি়য়ে চলুন।
মকর-
দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। ব্যবসায়ের কর্মীদের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করুন। ওরাই আপনাকে লাভের পথ দেখাবে।
কুম্ভ-
কর্মক্ষেত্রে ছোট কোনও কাজ করতে গেলে সময় নষ্ট। অনেক কষ্ট করে সাফল্যে পৌঁছতে বেগ পেতে হবে। জ্বর কাশি থেকে সাবধান থাকুন।
মীন-