০৫.০২.২২
রাশি-মীন
নক্ষত্র-উঃভাদ্র অধিপতি শনি
গণ-নর
শুভসংখ্যা-৫
---------
মেষঃ
বুদ্ধির ভুলে বিপর্যয় ঘটতে পারে। কর্মক্ষেত্র ও গৃহ পরিবেশে অশান্তি বাড়বে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করা উচিত।
বৃষঃ
পরিকল্পনার ত্রুটিতে শুভ যোগ হাতছাড়া হতে পারে। নতুন কাজের সন্ধান পাবেন। বন্ধুর প্রতারণায় দুঃখ পাবেন।
মিথুনঃ
অতি ক্রুদ্ধ আচরণ আপনার পদমর্যাদায় আঘাত লাগবে। আপনার উন্নতির যোগ। সম্মানহানী ও সম্পর্ক
কর্কটঃ
সময়টা আপনার পক্ষে শুভ নয়। মাথা গরম করলে বিপদ বাড়বে। অন্যের ভুল-ত্রুটি নিয়ে মাথা না ঘামানোই ভালো।
সিংহঃ
ধৈর্য্যের সঙ্গে কাজ করুন। আর্থিক ক্ষতির যোগ। ব্যবসায় লগ্নির পথে যাবেন না, অপচয় রোধ করুন।
কন্যাঃ
কর্মসূত্রে দূরযাত্রা হবে। পদোন্নতির সুবাধে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। অঙ্কে ভুল করলে ক্ষতির যোগ।
তুলাঃ
কর্মস্থলে নানা গোলযোগ দেখা দিতে পারে। টাকা ধার দিলে ফেরত পাবেন না। গুরুজনের সঙ্গে মতবিরোধ দেখা দেবে।
বৃশ্চিকঃ
গুরুজনের শরীর নিয়ে চিন্তা বাড়বে। আর্থিক ব্যয় বাড়বে। বাড়বে মানসিক উদ্বিগ্নতাও। শরীর ভালো যাবে না।
ধনুঃ
যে কোনও আর্থিক লেনদেন বুঝে করুন। অর্থক্ষতির যোগ। ছোট ভুলে বড় মাশুল গুনতে হবে। শেয়ারে লগ্নি নয়।
মকরঃ
দাম্পত্য কলহ চরম পর্যায়ে পৌঁছাবে। কর্মক্ষেত্রে তার প্রভাব পড়বে। নার্ভের সমস্যায় অর্থব্যয়।
কুম্ভঃ
কর্মক্ষেত্রে নারী শত্রুতায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ। দাম্পত্য বনিবনার অভাব।
মীনঃ
সন্তান নিয়ে সমস্যা বাড়বে। দাম্পত্য জীবনে অসুখ বাড়বে। বিবাহের আলোচনা মা