০৭.০৩.২২
রাশি-মেষ
নক্ষত্র-ভরনী অধিপতি শুক্র
গণ- নর
শুভসংখ্যা-৭
---------
মেষ-
কর্মক্ষেত্রে উন্নতির যোগ। মাঝে মধ্যে মাথা গরম হতে পারে। দাম্পত্য কলহ পারিবারিক শান্তিতে বাধা হতে পারে। স্বনিযুক্তি প্রকল্পে আর্থিক উন্নতির যোগ।
বৃষ-
সহকর্মীদের সঙ্গে দলাদলিতে গেলে কর্মক্ষেত্রে বিড়ম্বনা। সবাই আপনাকে কম গুরুত্ব দিতে পারে। মাতৃকুল থেকে প্রাপ্তির যোগ।
মিথুন-
পরাক্রমের সঙ্গে চলতে গিয়ে কর্মক্ষেত্রে সমস্যায় পড়বেন। সঙ্গে শত্রুতাও বাড়বে। ধীরে চলার নীতি গ্রহণ করাই ভালো। মায়ের শরীর নিয়ে উদ্বিগ্নতা বাড়বে।
কর্কট-
দ্রুতগতির যানবাহন এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে প্রশাসনিক পদে উন্নতির যোগ। নিজেকে পদের সঙ্গে মানিয়ে চলার পক্ষে মানসিক প্রস্তুতি নিন।
সিংহ-
গৃহ পরিবেশ আপনার দায়িত্বে আনন্দমুখর থাকবে। নতুন সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা যোগ। প্রোমোটার বা জমি বাড়ি ব্যবসায়ীদের শুভ সময়।
কন্যা-
দীর্ঘদিনের পাওনা টাকা পেতে পারেন। কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি হিসেবে পদোন্নতি হতে পারে। সন্তানের বেড়াড়াপনায় মানসিক শান্তি নষ্ট হতে পারে।
তুলা-
কর্মক্ষেত্রে আর্থিক উন্নতির ফের আটকে যেতে পারে। মায়ের শরীর নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য বাড়বে। মানসিক অবসাদ বাড়বে।
বৃশ্চিক-
ভালো সময়টা দ্রুত বেরিয়ে যায়, খারাপ সময়টা কাটতে চায় না। কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা বাড়তে পারে।অনৈতিক কাজকর্ম নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য বাড়বে।
ধনু-
কিছুটা হলেও স্বস্তি পাবেন। মানসিক গ্লানিকে দূরে সরিয়ে রাখুন। কাজ বাদে অন্য কোনও দিকে নজর দেবেন না। অন্যের ভুল ধরতে যাবেন না।
মকর-
মানসিক হতাশাগ্রস্তদের থেকে দুঃখ আসতে পারে। গৃহ পরিবেশে বিশৃঙ্খলা দেখা দেবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। অনৈতিক সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখুন।
কুম্ভ-
নতুন কোনও যোগাযোগ আসতে পারে। যেটা আপনার ভবিষ্যত জীবনে দিশা দেখাবে। ব্যবসায় লগ্নি করার আগে একটু ভাবুন। পুরনো স্মৃতি কষ্ট দিতে পারে।
মীন-
সতর্ক হয়ে কাজ করুন। একটু ভুল হলেই সমস্যা বাড়বে। পিতৃকুলের সম্পত্তি বণ্টন নিয়ে মতবিরোধ। প্রেমপ্রণয় মানসিক স্থিতি নষ্ট হতে পারে।