২৭.০২.২২
রাশি-ধনু
নক্ষত্র-উঃআষাঢ়া অধিপতি শুক্র
গণ-নর
শুভসংখ্যা-৯
---------
মেষ-
মানসিক যন্ত্রণা বাড়বে। কর্মক্ষেত্রে অত্যাধিক চাপের মধ্যে কাটবে। ঘরে-বাইরে শান্তির অভাব। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত থাকুন।
বৃষ-
গুরুজনের শরীর নিয়ে চিন্তা বাড়বে।অধির ব্যয়ে ঋণ বাড়তে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা-মকদ্দমা হতে পারে।
মিথুন-
আয়ভাব শুভ। অযাচিতভাবে সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। উত্তরাধিকারী সূত্রে প্রাপ্তি যোগ। ব্যবসায় লগ্নি করুন।
কর্কট-
দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমনে শান্তি বিঘ্নিত। মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়বে। মাথা গরম করলে বিপদ।
সিংহ-
নিজস্ব চিন্তাভাবনা বজায় রেখে চলুন। নিজের বুদ্ধিতে সিদ্ধান্ত নিন। প্ররোচিত হয়ে কাজ করতে গেলে ক্ষতির সম্ভাবনা।
কন্যা-
সন্তানের খেয়ালিপনায় পারিবারিক শান্তি নষ্ট। কর্মক্ষেত্রে উজ্জ্বল সম্ভাবনা। উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য লাভ।
তুলা-
কর্মক্ষেত্রে দলাদলি এড়িয়ে চলুন। নিজের কাজে গাফিলতি করবেন না। শিক্ষকদের শুভ সময়। বদলির যোগ।
বৃশ্চিক-
কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা। নামী প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির যোগ। মাতৃস্থানীয় সহকর্মীর সাহায্যে পদোন্নতি হবে।
ধনু-
রাগ এবং বাক্ সংযম একান্তভাবে প্রয়োজন। ঈশ্বর সাধনা করুন। রুঢ়তায় শুভ যোগ হাতছাড়া হতে পারে।
মকর-
কর্মস্থলে দায়িত্বশীল হন। অন্যমনস্কতায় ভুল হলে খেসারত দিতে হবে। শেয়ারে লগ্নিতে ক্ষতির সম্ভাবনা।
কুম্ভ-
মানসিক চঞ্চলতা বৃদ্ধিতে আসল কাজটা করে উঠতে বিলম্ব। কর্মস্থলে শত্রুতা থেকে সাবধান। প্রেমের প্রস্তাব পাবেন।
মীন-
কৃষিবিজ্ঞানী বা জমি সংক্রান্ত বিষয়ে যুক্ত ব্যক্তিদের কর্মে সফলতা ও আর্থিক উন্নতি যোগ। প্রোমোটারদের শুভ সময়।