ব্রেকিং নিউজ
Horoscope 24 March: কেমন যাবে আপনার দিনটি, দেখে নিন রাশিফল
HomehoroscopeHoroscope 24 March: কেমন যাবে আপনার দিনটি, দেখে নিন রাশিফল
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-03-23 19:39:06
২৪.০৩.২২
রাশি-বৃশ্চিক
নক্ষত্র- জ্যেষ্ঠ অধিপতি বুধ
গণ-দেবারী
শুভসংখ্যা-৬
---------
মেষ-
কর্মস্থলে সমস্যা বহুল। শত চেষ্টা করেও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে বিলম্ব। মায়ের বাতের ব্যথায় চিন্তা ও খরচ বাড়বে।
বৃষ-
নতুন কর্মের সন্ধান পেলেও ভাদ্য আপনার সাধ দিতে নাও পারে। অস্থি ভঙ্গের যোগ।
মিথুন-
কর্মস্থলে অধিক পরিশ্রমে দুর্বলতা আসবে। তুচ্ছ কারণে মতবিরোধ বাড়বে।
কর্কট-
অতি দাম্ভিকতা বিপদ বাড়াবে। কায়িক পরিশ্রমে ক্লান্তি আসবে। দাম্পত্য কলহ বাড়তে পারে।
সিংহ-
ছোটো খাটো কারণে উদ্বিগ্নতা বাড়বে। ধৈর্যের অভাবে শুভ যোগ হাতছাড়া হতে পারে। শর্করা আধিক্যে শরীর দুর্বল হবে।
কন্যা-
ঘরে বাইরে শত্রুতার মুখে পড়বেন। পারিবারিক সমস্যায় বাসস্থান পরিবর্তনের চেষ্টা। সন্তানের দেখভাল নিয়ে চিন্তা বাড়বে।
তুলা-
নতুন কর্ম সংস্থানের সুযোগ এলেও পরিবারের অসহযোগিতা হাতছাড়া হবে। পড়শিদের সঙ্গে সম্পত্তি বিবাদে জড়িয়ে পড়বেন।
বৃশ্চিক-
মায়ের সম্পত্তি দখল নিয়ে ভ্রাতৃবিরোধ চরম আকার নিতে পারে। কর্মক্ষেত্রে আয়বৃদ্ধির সুযোগ আসবে।
ধনু-
মাথা গরম করে ভুল সিদ্ধান্ত থেকে বিরত থাকুন। ধৈর্য্চ্যুতি হলে বিপদ বাড়বে। বাক্যে শত্রুতা বৃদ্ধির যোগ।
মকর-
কর্মক্ষেত্রে উন্নতির যোগ। আশানুরুপ ফল না পাওয়ায় হতাশা বাড়বে। লটারি ও শেয়ার সূত্রে আয় বাড়বে।
কুম্ভ-
কর্মস্থলে নতুন পদে উন্নতি হওয়ার সংবাদ পাবেন। কর্মসূত্রে দূরযাত্রা। শত্রুতা এড়িয়ে চলুন
মীন-
ভূবিজ্ঞানী বা গভেষকদের কর্মে স্বীকৃতি পাওয়ার যোগ। কৃষিকাজ বা জলজ দ্রব্য নিয়ে কারবারিদের আয় বৃদ্ধির যোগ।