ব্রেকিং নিউজ
Horoscope: কেমন যাবে আপনার দিনটি, দেখে নিন রাশিফল
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-02-22 19:22:12
২৩.০২.২২
রাশি-বৃশ্চিক
নক্ষত্র-বিশাখা অধিপতি বৃহস্পতি
গণ-দেবারী
শুভসংখ্যা-৫
---------
মেষ-
বস্ত্র বা খাদ্যদ্রব্যের ব্যবসায় অধিক লগ্নিতে লাভবান হবেন। প্রিয়জনের কর্মক্ষেত্রে উন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধি।
বৃষ-
কর্মস্থলে কাজের গুণগত মান বজায় না রাখলে সমালোচিত হবেন। শত্রুতায় পদোন্নতি থমকে যাবে।
মিথুন-
আপনার উদার ও সরলতার সুযোগে অন্য কাজ করিয়ে নিয়ে আপনাকে ফাঁসিয়ে দেবে।
কর্কট-
লক্ষ্যে স্থির ও অবচিল থাকুন। আপাতত ক্ষতি হলেও পরবর্তিতে লাভের মুখ দেখবেন।
সিংহ-
গৃহ পরিবেশ আপনার অনুকূলে নাও থাকতে পারে। ছোটখাট কারণে মতিবিরোধে যন্ত্রণা বাড়বে।
কন্যা-
নতুন কর্মের যোগাযোগ আসবে। কারিগরি শিল্পীদের শুভ সময়। জলপথে ব্যবসায় অধিক লাভ।
তুলা-
আর্থিক উন্নতি হতে হতে থমকে যাবে। হস্তশিল্পী ও বুটিক শিল্পীদের শুভ সময়। কাজের মুন্সিয়ানায় স্বীকৃতি পাবেন।
বৃশ্চিক-
সবকথা সবাইকে শেয়ার করবেন না, শত্রুতা বাড়বে। বদনাম হওয়ার যোগ। অন্যের দায়ভার নিজে বহন করবেন।
ধনু-
মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়বে। অধিক ব্যয়ে ঋণ বাড়বে। আপনার বক্তব্যের অপব্যখ্যা হবে।
মকর-
নতুন কাজের সন্ধান পাবেন। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি।
কুম্ভ-
ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মে সাফল্যের যোগ। পদোন্নতি ও আর্থিকভাবে শুভ।
মীন-
পৈতৃক সম্পত্তি দখলে ঝামেলা কেটে যাবে। স্থায়ী গৃহ নির্মাণের যোগ। আর্থিক লেনদেন শুভ।