১৩.০২.২২
রাশি-মিথুন
নক্ষত্র-আর্দ্রা অধিপতি বৃহস্পতি
গণ-নর
শুভসংখ্যা-৪
---------
মেষ-
মানহানী হয় এমন কাজ করবেন না। গৃহ বিবাদে মানসিক হয়রানি বাড়তে পারে।
বৃষ-
বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তি। সৃজনশীল কাজে সাফল্য লাভ। প্রেম বা বিবাহ বিষয়ে শুভ।
মিথুন-
সন্তানের সাফল্যে গর্বিত হবেন। গৃহে সুখ সমৃদ্ধি আপনার মনের মতোই ঘটবে। আত্মতৃপ্তি লাভ।
কর্কট-
চলচ্চিত্র বা সৃজনশীল কর্মে যুক্ত ব্যক্তিরা নতুন কর্মের সংবাদ পাবেন।নামী প্রতিষ্ঠানে যোগদান ও আর্থিক উন্নতি।
সিংহ-
অন্ন চিন্তায় অন্য চিন্তা করে উঠতে পারবেন না। আর্থিক ব্যয়ে জেরবার হবেন। মেজাজ হারাতে পারেন।
কন্যা-
কর্মস্থলে মহিলা কর্মীর সাহায্যে পদোন্নতির সংবাদ পাবেন। জলপথে ভ্রমণ যোগ।
তুলা-
ভুল সিদ্ধান্তে পদোন্নতি আটকে যাবে। কর্মস্থলে বিড়ম্বনা বাড়বে। হতাশায় কর্ম পরিবর্তনের চিন্তা।
বৃশ্চিক-
মাতৃ আর্শিবাদে কর্মস্থলে বিশেষ ভাগ্যের পরিবর্তন আসবে। আর্থিক ও মানসিক উন্নতির যোগ।
ধনু-
সৃষ্টিশীল কাজে দক্ষতার পরিচয় দেবে। ফ্যাশান ডিজাইনার নিজেকে প্রমান করার সুযোগ পাবেন।
মকর-
হস্তশিল্পী বা বুটিক অথবা বিউটিশিয়ানরা কর্মে মুন্সিয়ানার পরিচয় দেবেন। নতুন কাজের যোগাযোগ।
কুম্ভ-
কর্মস্থলে নারী শত্রুতায় হতাশ হবেন। আত্মবিশ্বাস তলানীতে ঠেকবে। মেজাজ হারালে বিপদ বাড়বে।
মীন-
দীর্ঘদিনের প্রেমের শুভ পরিণয়ের সংবাদ আসবে। সুযোগ হাতছাড়া করলে পস্তাবেন