ঘোষণা হয়েছিল গত বছরেই। বিখ্যাত কমিকস(Comics) ‘আর্চিস’(Archies)-র সিনেম্যাটিক ভার্সন বানাবেন জোয়া আখতার(Zoya Akhtar)। পুরোদমে শুরুও হয়ে গিয়েছিল ছবির শ্যুটিং। আর এবার সামনে এল ছবির টিজার। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ হতে চলেছে শাহরুখ-কন্যা সুহানা (Suhana khan), শ্রীদেবী-কন্যা খুশি কাপুর(Khushi kapoor) এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা্র (Agustya Nanda)। ছবির টিজার দেখেই অনেকটা স্পষ্ট, নিঃসন্দেহে দর্শকদের মন জয় করতে চলেছেন এই স্টারকিডরা।
আর্চি এবং তাঁর সাঙ্গপাঙ্গদের কাণ্ডকারখানাকে কমিকসের পাতা থেকে তুলে সেলুলয়েডে নিয়ে এসেছেন জোয়া আখতার। অর্থাৎ সোজা কথায়, আর্চিকে নিয়ে সিনেমা তৈরি শুরু করলেন 'জিন্দেগি না মিলেগি দোবারা' ছবি খ্যাত এই পরিচালক। ১৯৬০ সালের প্রেক্ষাপটে সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য। মিউজিক্যাল ড্রামার (Musical Drama) উপস্থিতি রয়েছে গোটা ছবিতেই। সঙ্গে থাকছে টিনএজ রোম্যান্সের রঙিন সব উপাদান।
কিছুদিন আগে ইনস্টাগ্রামে(Instagram) জোয়া আখতার এই ছবির একটি ছবি পোস্ট করেছিলেন। ছবির ক্যাপশনে জোয়া আখতার লিখেছিলেন, ”এবার আর্চি আসছে দেশি রূপে। নেটফ্লিক্সে (Netflix) জনপ্রিয় আর্চিকে নিয়ে হাজির হতে চলেছি। সঙ্গে বলিউডের নতুন প্রজন্ম।” আর্চিকেই এবার সেলুলয়েডে আনতে চলেছেন জোয়া আখতার। নেটফ্লিক্সেই দেখা যাবে এই ছবি, সেটাও স্পষ্ট জানিয়ে ছিলেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র পরিচালক।
অন্যদিকে, সুহানাকে দেখা গেল একঢাল কালো চুল এবং ক্যাজুয়াল পোশাকে। একেবারে কপিবুক ক্লাসিক 'ভেরোনিকা স্টাইল' যাকে বলে। শ্রীদেবীর ছোট মেয়ে খুশি অভিনয় করছেন বেটি কুপারের চরিত্রে। আর 'আর্চি'? 'আর্চি'র ভূমিকায় রয়েছে অগস্তা নন্দা। ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।