তাঁর ছবি বক্স অফিসে কয়েকশো কোটি টাকার ব্যবসা করেছে। দা কাশ্মীর ফাইলস (The Kashmir Files) বানিয়ে আপাতত ভূস্বর্গ থেকে বিতাড়িত কাশ্মীরি পন্ডিতদের নয়নের মণি পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Ban on Vivek Agnihotri)। তাঁকেই কিনা ব্যান করেছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া! এতেই মেজাজ হারিয়ে পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন করেন এই পরিচালক। পাশাপাশি ফরেন করেসপন্ডেন্স ক্লাব এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়া (press club of india) তাঁর উপর নিষেধাজ্ঞা চাপানোয় ট্যুইটারেও সরব হয়েছেন এই পরিচালক।
জানা গিয়েছে, মঙ্গলবার তিনি একটি ভিডিও শেয়ার করে অভিযোগ করেছেন, তাঁকে নিষিদ্ধ করে দিয়েছে ‘বাক স্বাধীনতার পাহারাদাররা’। তিনি তাঁর সাংবাদিক সম্মেলন করবেন প্রেস ক্লাবে। কিন্তু এরপর প্রেস ক্লাবও তাঁকে জানিয়ে দেয়, তিনি সেখানে সাংবাদিক সম্মেলন করতে পারবেন না।
বুধবার এই সিদ্ধান্তের প্রতিবাদে টুইট করেন তিনি। লেখেন, 'ওয়াও! প্রেস ক্লাব অফ ইন্ডিয়াও আমাকে বাতিল করে দিয়েছে। গণতন্ত্রের পাহারাদার ও বাক স্বাধীনতার মসীহারা আমাকে কেবল অগণতান্ত্রিক ভাবেই নিষিদ্ধই করেনি, মিথ্যাও বলেছে।'
সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, বৃহস্পতিবার তিনি একটি ‘ওপেন হাউস’ সাংবাদিক সম্মেলন করবেন। এবং সেখানে কঠিন থেকে কঠিনতর প্রশ্নের উত্তর দেবেন তিনি। ইতিমধ্যেই প্রেস ক্লাবের তরফে জানানো হয়েছে, কেবল বিবেক নয়, কোনও ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকেই ৫ মে পর্যন্ত সাংবাদিক সম্মেলন করতে দেওয়া হচ্ছে না।