বলিউডে যখন বিয়ের মরশুম তখন টলিউডে সম্পর্কে ফাটল সোহিনী সরকার-রণজয় বিষ্ণুর? প্রেম-ভালোবাসা, সম্পর্ক নিয়ে বরাবরই অকপট অভিনেত্রী সোহিনী এবং (Sohini Sarkar) এবং রণজয় (Ranojoy Bishnu)। তবে এই তারকা যুগলের দু'বছরের সম্পর্কে ফাটলের একটা জল্পনা চওড়া হয়েছে! অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরি (Instagram story) থেকেই এই জল্পনার সূত্রপাত। তাহলে কি সত্যি সম্পর্কে ইতি টানলেন টলিউডের(Tollywood) জনপ্রিয় এই সেলেব জুটি?
সোমবার সোহিনী তাঁর ইনস্টাগ্রামে স্টোরিতে লেখেন, ‘বেঁচে আছি বলেই ভুল শুধরে নেবো, না হলে পরে অন্যায় হবে!’ সেই সঙ্গে আরও একটি পোস্টে লেখেন, 'আমি সিঙ্গেল এবং এই একলা থাকার প্রতিটা মুহূর্ত উপভোগ করছি।' যা দেখে ইতিমধ্যেই শোরগোল নেটপাড়ায়।
অনেকেই বলছেন, সোহিনীর পোস্টের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে তাঁর আর রণজয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। যদিও পোস্টে রণজয়ের নাম একবারও লেখেননি। তবে অনুগামীরা অনেকে বলছেন,তাঁদের দুজনকে একসঙ্গে দেখতে চান।
মজার বিষয়, এই লাভ বার্ডসের সম্পর্কের সূচনার মূলে ছিল একটি বিচুটি পাতা। দার্জিলিংয়ে চলছিল 'জাজমেন্ট ডে'র শুটিং। কফিশপ থেকে বেরিয়ে ভীষণ প্রেম পেল রণজয়ের। হাতের কাছে কিছু না পেয়ে বিচুটি পাতা দিয়েই প্রেম নিবেদন সেরে ফেললেন নায়িকাকে। সেই পথ চলায় ছেদ দেখা যেতেই মন খারাপ অনুরাগীদের।