২০ এপ্রিল, ২০২৪

Maya Ghosh: জীবনের রঙ্গমঞ্চে শেষযাত্রা, প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মায়া ঘোষ
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-04 17:29:46   Share:   

বাংলার বিনোদন (Entertainment) জগতে আরও একবার শোকের ছায়া। প্রয়াত হলেন নাট্য জগতের স্বনামধন্য শিল্পী মায়া ঘোষ (Maya Ghosh)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর. বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তাঁর বলে খবর। সময়টা ষাটের দশকের। প্রখ্যাত অভিনেতা প্রয়াত উৎপল দত্তের (Utpal Dutta) পিপলস্ লিটল থিয়েটারের সক্রিয় সদস্য হিসেবে নাট্যজীবন শুরু হয় ময় দেবীর। বাংলার মঞ্চ জগতের স্বর্ণালী অধ্যায়ে একের পর এক হাইউজফুল নাটক উপহার দিয়েছেন তিনি। বাংলার আরও এক জনপ্রিয় অভিনেতা অজিতেশ বন্দ্যোপাধ্যায় উপস্থাপিত সাঁওতাল বিদ্রোহ নাটকে অভিনয় করে দর্শক মহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন মায়া ঘোষ।

এছাড়াও নান্দীকার নাট্যগোষ্ঠী স্থাপন হওয়ার পর থেকেই সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যপদ সামলান মায়া দেবী। পিরানদেল্লোর নাটক অবলম্বনে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত পরিচালিত ‘নাট্যকারের সন্ধানে ছ’টি চরিত্র, বিখ্যাত অভিনেতা তথা নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র পরিচালিত চাক ভাঙা মধু, মোহিত চট্টোপাধ্যায় নির্মিত রাজরক্ত নাটকে অসাধারণ অভিনয়ের মাধ্যমে মঞ্চের মধ্যমণি হয়ে ওঠেন তিনি।

এদিন বেলায় অ্যাকাডেমিতে নিয়ে আসা হয় তাঁর মরদেহ। সেখানেই শেষ শ্রদ্ধা জানালেন বাংলা নাট্য ও বিনোদন জগতের বিশিষ্টরা। এরপর কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল দাপুটে এই মঞ্চাভিনেতার। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা মঞ্চ জগৎ।


Follow us on :