ব্রেকিং নিউজ
Bollywood: আদরে আদরে বাঁদর হচ্ছে তৈমুর? ছবি না তুলতে সাংবাদিকদের দিকে আঙুল তুলে ভাইরাল
HomeentertainmentBollywood: আদরে আদরে বাঁদর হচ্ছে তৈমুর? ছবি না তুলতে সাংবাদিকদের দিকে আঙুল তুলে ভাইরাল
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-04-24 13:24:39
বলিউডের(Bollywood) অন্যতম জনপ্রিয় তারকা সন্তান তৈমুর আলি খান(Taimur ali khan)। তৈমুরকে ক্যামেরাবন্দি করতে রোদ-ঝড়-জল বৃষ্টি মাথায় করে ক্যামেরা নিয়ে বসে থাকেন পাপারাৎজিরা(paparazzi)। কিন্তু এই তৈমুর এখন মর্জির মালিক। কখনও রেগে গিয়ে সইফকে (Saif Ali Khan) ক্যামেরার সামনেই ঘুসি মারে, কখনও বা ঘরে না ঢোকার জেদ করে বসে। এবার একেবারে ক্যামেরা বন্ধের জন্য রীতিমতো আঙুল তুলে চিৎকার করে ওঠে পাপারাৎজিদের দিকে। ছেলের এমন বদমেজাজি স্বভাবের জন্য প্রায়শই নাজেহাল হতে হয় মা করিনাকেও(Kareena kapur khan)।
শনিবার, অভিনেত্রী বড় ছেলেকে নিয়ে বাসভবনের বাইরে বেরোন। আর মা-ছেলেকে একসঙ্গে পাওয়া মানে সোনায় সোহাগা। সঙ্গে সঙ্গে নজরবন্দি করেন ক্যামেরাম্যান। তখনই তৈমুর পাপারাৎজিদের দিকে আঙুল দেখিয়ে চেঁচিয়ে বলল, "বন্ধ করো এ সব, বন্ধ করো!" একরত্তির এই ব্যবহারে অবাক হয়ে চিত্রগ্রাহকরা। করিনা সেখান থেকে তৈমুরকে সরিয়ে নিয়ে যান। ব্যাস তারপর এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য এই প্রথম নয়। এর আগে পাপারাৎজির উপর রেগে গিয়ে ছবি তুলতে মানা করেছিলেন মায়ের আদরের টিমটিম। তাছাড়া তার ন্যানির উপর অত্যাচার শুরু করেছিলেন। এসব দেখে নেটিজেনরা কটাক্ষ করেন সইফ এবং করিনাকে। কেউ কেউ বলছেন আদরে আদরে বাঁদর হয়েছে তৈমুর।