ব্রেকিং নিউজ
Manna de: ও চাঁদ সামলে রাখ জ্যোছনাকে
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-11-26 16:04:26
প্লেনের জানলা থেকে জ্যোছনা রাতের সৌন্দর্য উপভোগ করতে করতেই পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন এক অবিস্মরণীয় বাংলা গান, ও চাঁদ সামলে রাখ জ্যোছনাকে। সত্তরের দশকের গোড়ার দিকের কথা,তখন পুজোর গান মানে একটা হৈ হৈ ব্যাপার। মান্না দে পুজোর গান লিখবেন বিখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। মান্না দে বম্বেতে অনেক গুলি হিন্দি ছবির গানের রেকর্ডিং নিয়ে খুব ব্যস্ত। তিনি কলকাতায় ট্রাংকল করে পুলক বন্দ্যোপাধ্যায়কে জানালেন যে,তিনি খুব ব্যস্ত কলকাতায় যেতে পারছেন না। তাই পুলকবাবু যেন পুজোর গানগুলো লিখে নিয়ে বম্বেতে চলে আসেন। ওখানেই পুজোর গানের রেকর্ডিং করা হবে । পুলকবাবু মান্না দে-র কথায় সম্মতি প্রদান করলেন। তার বম্বে যাবার দিনও ঠিক হয়ে গেল।
তখন বাংলা ছবি ও আধুনিক গানের কাজ নিয়ে পুলক বন্দ্যোপাধ্যায় খুবই ব্যস্ত ছিলেন। তাই তিনি মান্না দে-র পুজোর গান লিখেই উঠতে পারলেন না। এদিকে নির্দিষ্ট দিনে পুলকবাবু কলকাতা থেকে বম্বে যাবার সান্ধ্য বিমানে চেপে বসলেন। মনের মধ্যে একরাশ চিন্তা ভিড় করে আসছে,পরের দিনই তো মান্না দে-কে পুজোর গান দিতে হবে, কি করবেন এইসব ভাবতে ভাবতে একটা সিগারেট ধরালেন। বলে রাখা ভাল সেই সময় বিমানে সিগারেট খাওয়া যেত। অনেক বছর হল বিমানে ধূমপান নিষিদ্ধ হয়ে গেছে । সিগারেটে দু তিনটে টান মেরে প্লেনের জানলা দিয়ে একমনে জ্যোছনা রাতে চাঁদের সৌন্দর্য উপভোগ করছিলেন ।
হঠাৎ সম্বিত ফিরলো একটি মিষ্টি কন্ঠস্বরের আওয়াজে। আপনি কি নেবেন চা না কফি? অপরূপ সুন্দরী বিমান সেবিকার প্রশ্নের উত্তর দেবেন কি, তার মুখের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ডের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন পুলকবাবু। তারপরে হেসে চায়ের কথা বলতেই মিষ্টি হেসে বিমান সেবিকা ধন্যবাদ জানিয়ে চলে যান। পুলকবাবু বার কয়েক জানলা দিয়ে জ্যোছনা রাতের চাঁদের দিকে তাকিয়ে আবার বিমান সেবিকার দিকে তাকিয়ে দেখে যেন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন কে বেশি সুন্দর এই ভেবে।
