প্রমোদতরী মাদক-কাণ্ড এখন অতীত। এই ঘটনায় অভিযুক্ত আরিয়ান খান সম্প্রতি ক্লিনচিট পেয়েছেন এনসিবির চার্জশিটে। কিন্তু গত বছর অক্টোবরে আরিয়ানকে গ্রেফতারের পর একাধিকবার তাঁকে জেরা করেছেন এনসিবি কর্তারা। সেই সময় কী বয়ান শাহরুখ-পুত্র তদন্তকারীদের দিয়েছিলেন, সেই তথ্য প্রকাশ্যে আনলেন সিট প্রধান সঞ্জয় সিং।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আইপিএস জানান, জেরার সময় আরিয়ান বলেছিলেন, স্যর, আপনি আমাকে একজন আন্তর্জাতিক মাদক পাচারকারী হিসাবে চিহ্নিত করেছেন। বলা হচ্ছে, আমি মাদক পাচার করে টাকা রোজগার করি। এটা কি ভিত্তিহীন নয়? এনসিবি আমার কাছে কোনও মাদক খুঁজে পায়নি। তবুও সেদিন আমাকে গ্রেফতার করা হয়েছিল। আপনি আমার সঙ্গে বড় অন্যায় করেছেন। আমার সুনাম নষ্ট করেছেন। কেন আমাকে এত সপ্তাহ জেলে কাটাতে হয়েছিল? সত্যিই কি আমার এটা প্রাপ্য?
এনসিবি কর্তা আরও জানান, শাহরুখও তদন্তপর্বে তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু তদন্ত চলাকালীন কোনও অভিযুক্তের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলে আদর্শ আচরণবিধি লঙ্ঘন হয়। তাই সেই মুহূর্তে কিং খানের সঙ্গে দেখা করেননি সঞ্জয় সিং।
একুশের ২ অক্টোবর মুম্বই উপকূলে প্রমোদতরী থেকে আরিয়ান-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছিল এনসিবি। প্রায় এক মাস জেলে কাটিয়ে দীপাবলির এক সপ্তাহ আগে জামিনে ছাড়া পান শাহরুখ পুত্র। প্রাথমিকভাবে মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগ তুললেও পরে আরিয়ানের বিরুদ্ধে সেই অভিযোগ প্রত্যাহার করে এনসিবি।