বয়সটা তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। তাই তো অদম্য প্রাণশক্তি নিয়ে এখনও নিরলসভাবে কাজ করে চলেছেন আমাদের সকলের প্রিয় বিগ বি। আজ ফের তাঁর অসুস্থতার খবরে খানিক চিন্তায় তাঁর ফ্যানরা।
এবার ফের অসুস্থ অভিনেতা অমিতাভ বচ্চন! তাঁর সাম্প্রতিক টুইট ঘিরে রীতিমতো উদ্বিগ্ন হাজার হাজার অনুরাগী।
রবিবার রাতে টুইট করে বিগ বি লিখেছেন, 'হার্ট পাম্প হচ্ছে, চিন্তিত এবং আশায়...' সেইসঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। তবে কি হার্টের কোনও অসুখে ভুগছেন অভিনেতা? এই টুইট ঘিরেই উদ্বিগ্ন ভক্তরা। বলিউডের শাহেনশাহর অতি দ্রুত আরোগ্য কামনা করছেন বহু মানুষ। কেউ লিখেছেন, 'আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।' আবার কেউ লিখেছেন, 'সব ঠিক হয়ে যাবে। বিশ্রাম নিন। চিন্তা করবেন না।' তবে অনুরাগীদের প্রশ্নের জবাবে এখনও পর্যন্ত কিছু জানাননি অভিনেতা।
T 4205 - heart pumping .. concerned .. and the hope ..🙏❤️
— Amitabh Bachchan (@SrBachchan) February 27, 2022
করোনার প্রথম ঢেউয়ের সময়েই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। কোভিড নেগেটিভ হওয়ার পর ফের জোরকদমে শুটিং শুরু করেছিলেন তিনি। কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি 'ঝুন্ড'। করোনা পরিস্থিতিতে কয়েকটি ছবির কাজ বাকি রয়েছে। পাশাপাশি আবার কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায়। এদের মধ্যে উল্লেখযোগ্য ‘গুডবাই’, ‘দ্যা ইনটার্ন’, ‘ব্রহ্মাস্ত্র’।