কেন বলিউডের ছবি দক্ষিণ ভারতে ব্যবসা করছে না? সম্প্রতি এই প্রশ্ন উসকে দিয়েছেন বলিউডেরই চুলবুল পাণ্ডে। তাঁর বিস্ময়, 'বলিউডে ভালোই ব্যবসা করছে দক্ষিণের ছবি।' জানা গিয়েছে, চিরঞ্জীবীর সঙ্গে গড ফাদার ছবিতে স্ক্রিন শেয়ার করবেন সলমন খান। সেই প্রসঙ্গে সাংবাদিকদের সামনে এই প্রশ্ন করে বসেন ভাইজান।
মুক্তির তিনদিনের মধ্যেই বিশ্বব্যাপী প্রায় ২০০ কোটির ব্যবসা করেছে আরআরআর। মোট পাঁচটি ভাষায় ডাব হয়েছে এই ছবি। সেই প্রসঙ্গে ভাইজানের যুক্তি, দক্ষিণী সিনেমার হিরোইজম দর্শকদের হলমুখী করছে। এই ছবিতে রাম চরণ এবং জুনিয়র এনটিআর-কে দেখতেই দলে দলে দর্শক ভিড় জমাচ্ছে হলে। এমনটাই মনে করেন সলমন খান।
বলিউডে চুলবুল পাণ্ডে কিংবা রাধে কিংবা বজরঙ্গি ভাইজান একসময় দর্শকমহলে জনপ্রিয় হয়েছিল। সেই ধারা অন্য অভিনেতাদের বইয়ে নিয়ে যেতে হবে। সংবাদ মাধ্যমের সামনে পরামর্শের সুরে বলেছেন সলমন।