হুবহু সলমন খানের (Salman Khan Look Alike) মতো সেজেই রাস্তার মাঝেই তুমুল নাচগান। আর সেই নাচ দেখতেই রাস্তাজুড়ে শয়ে শয়ে মানুষের ভিড়। তুমুল জ্যামে আটকে গেল রাস্তা। চরম ভোগান্তিতে পড়ল সাধারণ মানুষ। আর এই কীর্তির পিছনে যিনি, 'সেই নকল সলমন' অবশেষে গ্রেফতার। ঘটনাটি ঘটেছে লখনউয়ের (Lucknow Youth) আজম আনসারি নামে এক সলমন ভক্তকে ঘিরে।
আজম, ভাইজানের বিরাট ভক্ত। সব সময় তিনি নিজেকে হুবহু সলমনের মতো সাজিয়ে রাখেন। আর সেই কারণেই তাঁকে পাড়া-পড়শিরা উত্তরপ্রদেশের সলমন খান নাম দিয়েছেন। সলমন খানের মতো সেজে, অভিনেতার বিভিন্ন গান কিংবা ডায়লগে পারফর্ম করতে দেখা যায় তাঁকে। এখন আনসারেরও ভক্ত সংখ্যা প্রচুর। তাঁকে দেখতেও রাস্তায় ভিড় জমায় মানুষ।
জানা গিয়েছে, রবিবার লখনউয়ের বিখ্যাত ক্লক টাওয়ারের সামনে ইনস্টাগ্রাম রিল বানাচ্ছিলেন তিনি। এর জেরে সেই শুটিং দেখার জন্য রাস্তাজুড়ে ব্যাপক যানজট তৈরি হয়েছিল। হয়রান হতে হয় গাড়ি কিংবা বাসে থাকা নিত্যযাত্রীদের। অভিযোগ যায় পুলিশের কাছে। জানা গিয়েছে, একের পর এক অভিযোগ দায়ের হয় পুলিশের কাছে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অবশেষে রবিবার রাতেই ঠাকুরগঞ্জ থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, প্রকাশ্যে ধূমপানের জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে।