টেলি অভিনেত্রী পল্লবী দে-র রহস্যমৃত্যুর পর থেকে জলঘোলা হয়েই চলেছে। এত প্রাণবন্ত একটা মেয়ে কী করে আত্মহত্যা করতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বাংলা টেলিভিশন জগতের অনেক কলাকুশলীই। তাঁদের দাবি, পল্লবীর কাজ নিয়ে কোনও সমস্যা ছিল বলে তাঁদের মনে হয় না। তবে সাগ্নিকের কারণে কোনও সমস্যা হতে পারে বলে অনেকেইে জানিয়েছেন।
বেশ কিছুদিন ধরেই সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে গড়ফার একটি ফ্ল্যাটে লিভ-ইন করছিলেন টেলি-অভিনেত্রী পল্লবী দে। তাঁর বিরুদ্ধেই মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেছেন পল্লবীর বাবা-মা। এমনকী সাগ্নিকের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগও তুলছেন তাঁরা। তবে পল্লবীর গত জন্মদিনের সময়ও সম্পর্কের মধ্যে এতটা টানাপোড়েন আছে বলে কেউ ভাবতে পারেননি।
কলকাতার একটি ভিনটেজ হোটেলে জমকালোভাবে পল্লবীর জন্মদিনের আয়োজন করেছিলেন তাঁর লিভ-ইন সঙ্গী সাগ্নিক। সেখানে হাজির ছিলেন পল্লবীর বাবা-মা থেকে শুরু করে পরিবারের অন্যান্য মানুষ। এমনকী বাংলা ধারাবাহিক জগতের অনেকেই সেদিন হাজির ছিলেন জন্মদিনের পার্টিতে। পল্লবীর সেই জন্মদিনের পার্টির ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন অভিনেতা তথা পল্লবীর বন্ধু সায়ক চক্রবর্তী।
যেখানে সবাইকে বেশ হাসি-খুশি মেজাজেই দেখা যাচ্ছে। কেক কাটিংয়ের জায়গায় প্রায় সাগ্নিকের বক্ষলগ্না হয়ে দাঁড়িয়ে পল্লবী। যেন পল্লবীর চোখে হারাচ্ছেন সাগ্নিক। কেক কাটিংয়ের পর মায়ের সামনেই পল্লবীকে আলিঙ্গনে ভরিয়ে তুললেন সাগ্নিক। সেই সময় সবটাই মেনে নিয়েছিলেন পল্লবীর মা। তখনও তো মেয়ের এমন ভয়ঙ্কর পরিণতি হতে পারে, তা হয়তো আঁচ করতে পারেননি। তবে সেই সব মুহূর্তগুলোই ভিডিওতে ধরা রয়েছে।
স্মৃতিগুলো ভিডিওতে রয়ে যাবে। অভিনেত্রী পল্লবী দে যে নেই, এটা বাস্তব। তবে তাঁর মৃত্যুর পিছনে আসল রহস্যটা ঠিক কী, তা উদঘাটন হোক, এটুকুই দাবি অভিনেত্রীর ভক্তদের।