নজরুল মঞ্চে KK-কে নিয়ে অল্পবয়সি দর্শক-শ্রোতাদের মধ্যে প্রবল মাতামাতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন রূপঙ্কর বাগচি। KK-কে নিয়েও কটাক্ষের সুর শোনা গিয়েছিল তাঁর গলায়। ঠিক তার পরদিনই প্রয়াত হন KK। আগে থেকে রূপঙ্করের বক্তব্য নিয়ে নিন্দার ঝড় উঠেছিল। তবে সেই মাত্রা ছাড়িয়ে যায় KK-র মৃত্যর পর। সমালোচনা, নিন্দার ঝড় বয়ে যায়। এরপর সাংবাদিক সম্মেলন করে KK-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করা নিয়ে ক্ষমাও চেয়েছেন তিনি। তবে বিতর্ক কিছুতেই তলানিতে গিয়ে ঠেকেনি।
এর মধ্যেই গতকাল রবিবার KK-র বিতর্কের পর প্রথম শো করলেন রূপঙ্কর বাগচি। সম্পূর্ণ পুলিসি প্রহরায় রবিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি অডিটোরিয়ামে পৌঁছন রূপঙ্কর। হাতে গোনা কিছু দর্শকের সামনে পারফর্ম করেন তিনি। শুধু নিজের পছন্দের গান গাইলেনই না, দর্শকের অনুরোধও রাখলেন। মুখে স্বস্তির হাসি নিয়ে রূপঙ্করকে বলতে শোনা গেল,''ধন্যবাদ এই অনুরোধটার প্রয়োজন ছিল।''
KK মারা যাওয়ার পর যেভাবে তাঁকে ঘিরে ধিক্কারের রব, যেভাবে প্রতিনিয়ত হুমকি পাচ্ছেন তিনি ও তাঁর পরিবার, সেদিক মাথায় রেখে অডিটোরিয়ামে ছিল কড়া পুলিসি পাহারা। এই মুহূর্তে কড়া নিরাপত্তা পাচ্ছেন গায়ক।