ফের চর্চায় শাহরুখ (Shahrukh khan) পুত্র। তবে এবার মাদক মামলা বা কোনও পার্টিতে দেখা যাওয়ার কারণে নয়। এবার সমালোচনার পিছনে রয়েছে সুহানার (Suhana Khan) প্রিয় বান্ধবী অনন্যা পাণ্ডের (Ananya Pandey) বেফাঁস মন্তব্যের জন্যে। এরপর থেকে টিনসেল টাউনে শুরু হয় অনন্যা এবং আরিয়ানের (Aryan Khan) সম্পর্ক নিয়ে গুঞ্জন।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-র নতুন পর্বে অতিথি হয়ে গিয়েছিলেন দক্ষিণী তারকা বিজয় দেবাকোন্ডা এবং অনন্যা। সেখানে সঞ্চালক করণ অনন্যার পছন্দের পুরুষের নাম জানতে চান। তখনই নিজের মনের কথা বলে বসেন চাঙ্কি কন্যা। আর তাতেই সমালোচনা শুরু বলিপাড়ায়।
সুহানার প্রিয় বান্ধবীর তালিকায় রয়েছে অনন্যার নাম। কিং খানের পরিবারের সঙ্গে পাণ্ডে পরিবারের ঘনিষ্ঠতা লক্ষ্য করা যায় বিভিন্ন পার্টিতে। জন্মদিন সেলিব্রেশন হোক কিংবা যে কোনও অনুষ্ঠান। অনন্যার উপস্থিতি দেখা যাবেই। তাহলে কি অনন্যা মন দিয়ে বসেছেন প্রিয় বান্ধবীর দাদাকে? উত্তর অস্পষ্ট।
প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে মুম্বই বন্দরে দাঁড়িয়ে থাকা এক প্রমোদতরী থেকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয়েছিল আরিয়ান খানকে। আদালতে একাধিক শুনানি হয়। নাটকীয়তার মধ্যে দিয়েই গত ২৮ অক্টোবর জামিন পান শাহরুখ পুত্র। বম্বে হাইকোর্টের নির্দেশে ৩০ অক্টোবর ছাড়া পান আরিয়ান। তদন্ত সংস্থা মে মাসে দায়ের করা একটি চার্জশিটে বলে, আরিয়ান খানের বিরুদ্ধে এমন কোনও তথ্যপ্রমাণ নেই যার থেকে প্রমাণ হতে পারে যে কোনও মাদক চক্রের সঙ্গে যোগ রয়েছে তাঁর। এরপর দীর্ঘ আট মাস ধরে চলা মামলায় ক্লিনচিট পেয়েছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান।