Share this link via
Or copy link
বিতর্ক আর নুসরত (Nusrat Jahan) যেন এখন সমার্থক। টলিউড (Tollywood) অভিনেত্রীকে (Actor) নিয়ে প্রতিনিয়ত সমালোচনা, কটাক্ষ চলেছে। কয়েকদিন আগে ইদের শুভেচ্ছা জানাতে গিয়ে তাঁর 'স্বচ্ছ পোশাক' নিয়ে নেট নাগরিকদের তীব্র রোষের মুখে পড়তে হয়েছিল সাংসদ-অভিনেত্রীকে। সাদা সরু ফিতের সালোয়ার কামিজের সঙ্গে ট্রান্সপারেন্ট ওড়না এবং তার ভিতর দিয়ে দৃশ্যমান ট্যাটুর জন্য নেটিজেনদের কুরুচিপূর্ণ ইঙ্গিতের শিকার হয়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ (Trinamool MP ) তথা অভিনেত্রী নুসরত জাহানকে।
View this post on InstagramAd code goes here
আবারও খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে বিতর্কের মুখে তিনি। সামার স্পেশাল লুকে ধরা দিয়েছেন তাঁর ইনস্টাগ্রাম (Instagram) পেজে। শুক্রবার সেই ছবি পোস্ট করতেই মুহূর্তের মধ্যে কমেন্টের ঝড় উঠল তাঁর কমেন্ট বক্সে।
সেই ছবিতে দেখা গিয়েছে, পরনে রয়েছে একটি সাদা ও নীল রংয়ের মিশেলে তৈরি সুতির পালাজো এবং একই কাপড়ের লম্বা সার্গ। এবং কমলা অন্তর্বাস। ছবিতে স্বল্প পোশাক ভেদ করে তাঁর শরীরী আবেদন স্পষ্ট। আবার সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'সামার ভাইবস'।
তবে এই লুকে নুসরতকে দেখে হাজারো নেতিবাচক মন্তব্যর বাণ ধেয়ে আসছে তা কমেন্ট বক্স দেখলেই স্পষ্ট। একজন নির্বাচিত জনপ্রতিনিধির এধরনের পোশাক পরা উচিত নয় বলে নেটিজেনদের একাংশ মন্তব্য করেন। কেউ কেউ আবার ধর্ম টেনেও তাঁকে কটাক্ষ করেছেন। বলেছেন, 'মুসলিম নামের কলঙ্ক নুসরত।'
বরাবরের মতোই নেটিজেনদের মন্তব্য নিয়ে মাথা ঘামাননি নুসরত। কেন না এরকম নেতিবাচক মন্তব্যের তীর তাঁর দিকে হামেশাই ছুটে আসে। সম্পর্ক, মাতৃত্ব সব কিছু নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন অভিনেত্রী-সাংসদ।