কে বলে ভারতে টাকা নেই ? কোটি কোটি টাকা উড়ছে সিনেমা বা ক্রিকেটে | কল্পনাতেও আনা যায় না | সত্যজিৎ রায়ের 'নায়ক' ছবিতে দেখা গিয়েছিল, উত্তমকুমার টাকার পাহাড়ে ডুবে যাচ্ছেন | তাৎপর্যপূর্ণ এই দৃশ্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন বিদেশের ফিল্ম ফেস্টিভ্যালের বিচারকরা | সেই সিনেমা রিলিজ করেছিল ৬০ এর দশকের মধ্যভাগে | আজ এতো যুগ বাদে সেটাই বাস্তব হল |
আজ ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খুবই সংকটজনক | কোটি কোটি মানুষের হাতে টাকা কমে গিয়েছে | কর্মহীন হয়ে গিয়েছে বহু মানুষ | চাকরি গিয়েছে অগণিত মানুষের | টাকার অভাবে আত্মহত্যা করেছে কেউ কেউ | দ্রব্যমূল্য আকাশছোঁয়া | ঠিক সেই সময়ে উড়ছে কোটি কোটি টাকা |
আজ ভারতের ৮৫ শতাংশ সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে | সিনেমা চলেছে এখন মাল্টিপ্লেক্সে, যেখানে টিকিটের দাম যা তাতে অবাঙালি ব্যবসায়ী কিংবা উচ্চবিত্তদের ভিড়, কচিৎ কদাচিৎ মধ্যবিত্তরা যাচ্ছে। কিন্তু নিম্নবিত্তদের ক্ষমতা নেই হাউসে গিয়ে সিনেমা দেখার | টাকার দর ওঠে বলিউডের এখন শিল্পী বুঝে। ২৫ কোটি অথবা ৫০ কোটি একটি ছবির জন্য | কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ঠ অক্ষয় কুমারের দর শোনা যাচ্ছে এখন সবচাইতে বেশি | অন্যদিকে নায়িকাদের মধ্যে বিতর্কিত কঙ্গনা রানাউতের দরও আকাশচুম্বী | কাজও পাচ্ছে দেদার | টাকা যোগাচ্ছে সিনেমা জগতের গৌরী সেনরা | প্রশ্ন, কোথা থেকে পাচ্ছে তারা এই বিপুল অর্থ | মুনাফাও হচ্ছে নিশ্চই |
এরপর ক্রিকেট | ভারতের নাকি টাকা নেই, তাই এত বড় দেশ হওয়ার পরও অলিম্পিক ক্রীড়ার আয়োজন করতে পারে না। অথচ ক্রিকেট আইপিএলে কয়েক হাজার কোটি টাকা খরচ হচ্ছে প্রতি বছর | কলকাতা, চেন্নাই সহ বিভিন্ন শহরের নামে দল করা হয়েছে | পাকিস্তান ছাড়া সারা বিশ্বের ক্রিকেট খেলিয়ে দেশের খেলোয়াড়রা খেলছেন এ দেশের টুর্নামেন্টে | টাকা দিচ্ছে কোন গৌরী সেন ? আম্বানি, শাহরুখ খান থেকে বহু ব্যবসায়ী টাকা লগ্নি করছেন | মুনাফাও হচ্ছে বিস্তর | টাকা উড়ছে | এবারের কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় ভেঙ্কটেশ আইয়ারের গত বছর আয় ছিল ২০ লক্ষ। এ বছর বেড়ে হয়েছে ৮ কোটি | বুঝুন ব্যাপার | এ দেশে নাকি লোক খেতে পায় না !