KK-কে নিয়ে গত মঙ্গলবার রূপঙ্কর বাগচীর মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে কড়া মন্তব্য আসতে শুরু করেছে। সেই ঝাঁঝ কয়েকগুণ বেড়ে যায় KK-র আকস্মিক মৃত্যুর জেরে। এরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং '#বয়কট রূপঙ্কর বাগচী'।অনেকের দাবি, রূপঙ্করের অভিশাপেই নাকি মৃত্যু হয়েছে বলিউডের জনপ্রিয় গায়ক KK-র। যত দিন এগোচ্ছে, কেকে-রূপঙ্কর বিতর্ক দাবানলের মতো ছড়িয়ে পড়ছে নেটদুনিয়ায়।
এরমধ্যেই চাপে পড়েছে একটি নামী বেকারি চেনের। সোশ্যাল মিডিয়ায় সেই কনফেকশনারিকে বয়কটের ডাক উঠতে শুরু করেছে। কিন্তু এর কারণটা ঠিক কী? আসলে ওই বেকারি চেনের জিঙ্গল গেয়েছিলেন রূপঙ্কর বাগচী। বিজ্ঞাপনী গানে শোনা যায় রূপঙ্করের কণ্ঠ। আর সেই কারণে ওই বেকারি চেনকে বয়কটের ডাক ওঠে।
এরপরই অনেকে ওই ক্রেতা ওই বেকারি চেনের সোশ্যাল মিডিয়া পেজে গিয়ে তাঁদের বিজ্ঞাপনী জিঙ্গল থেকে রূপঙ্করকে সরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। সেখানেই প্রত্যুত্তর আসে,''গায়ক রূপঙ্কর বাগচীর মন্তব্যে আমরা দুঃখিত। রূপঙ্কর যা বলেছেন, তার সঙ্গে কোনও সম্পর্ক নেই সংস্থার। তবে আমাদের তরফ শীঘ্রই একটা পদক্ষেপ করা হবে এই বিজ্ঞাপনী গানের ব্যাপারে।''
ওই বেকারি সংস্থার তরফে বলা হয়, ''গত ১ জুন থেকে আমাদের এই বিজ্ঞাপনী জিঙ্গল তুলে নেওয়া হয়েছে। এটি কেবলমাত্র রেডিয়োতেই চলত। তবে আর এটি চালানো হবে না। আগামীদিনে আমরা অন্য কোনও ভাবনা নিয়ে, অন্য কোনও জিঙ্গল নিয়ে আসব।''