ফের করোনা আক্রান্ত কার্তিক আরিয়ান। শনিবার ইনস্টাগ্রাম পোস্টে নিজের করোনা পজিটিভ হওয়ার কথা জানান অভিনেতা। এই নিয়ে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন এই বলি অভিনেতা।
এদিন করজোড়ে একটি ছবি পোস্ট করে মজাদার পোস্ট লিখে কোভিড পজিটিভ হওয়ার কথা জানান অভিনেতা। লেখেন, ''সব কুছ ইতনা পজিটিভ চল রাহা থা। কোভিড সে রাহা নেহি গয়া।'' অর্থাৎ সব কিছুই খুব পজিটিভ ভাবে কাটছিল, তাই কোভিডও আর থাকতে পারল না।
এই পোস্ট দেখে মজায় মশগুল ভক্তরা। আসলে এমন মজার ক্যাপশন দেওয়ার কারণেই তাঁরা হাসিতে মশগুল। আবার সকলেই সুস্থ হয়ে ওঠার বার্তা দিয়েছেন পছন্দের অভিনেতাকে।