ফের মা হতে চলেছেন অভিনেত্রী করিনা কাপুর। তৃতীয় সন্তান আসতে চলেছে নবাব পরিবারের। এমন জল্পনায় সম্প্রতি হইচই পড়েছে নেট দুনিয়ায়। করিনা এবং সইফের একসঙ্গে ছুটি কাটানোর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী। যেখানে পোশাকের আড়ালে বেবোর উদরবৃদ্ধি স্পষ্ট দেখা গিয়েছে। যা ঘিরেই শুরু হয় জল্পনা।
সেই জল্পনার অবসান করলেন স্বয়ং বেবো। সোশ্যাল মিডিয়ায় মজার ছলে লেখেন, "এটা পাস্তা এবং ওয়াইনের কামাল। আমি গর্ভবতী নই। সইফ বলেছেন, ইতিমধ্যেই আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে অবদান রেখে ফেলেছে।"
উল্লেখ্য, করিনা এবং সইফ তাঁদের দুই সন্তান তৈমুর এবং জাহাঙ্গিরকে নিয়ে বর্তমানে বিদেশে ছুটি কাটাচ্ছেন। সেখান থেকেই এই ছবি প্রকাশ্যে আসে। অবশ্য অভিনেত্রী বিষয়টি খুব হালকা ভাবেই নিয়েছেন।