অস্কার মঞ্চে (Oscar Award 2022) চড়-কাণ্ডের পর প্রথমবার প্রকাশ্যে এলেন উইল স্মিথ। তাও আবার মুম্বই বিমানবন্দরে দেখা গেল অস্কারজয়ী এই হলিউড অভিনেতাকে (Will Smith)। সূত্রের খবর, বেশ কয়েকদিন জুহু মারিয়ট হোটেলে ছিলেন তিনি। তবে ঠিক কী কাজে স্মিথের এই মুম্বই সফর (Mumbai Visit), তা এখনও রহস্য।
একটি সূত্র বলছে, সদগুরু ভক্ত উইল স্মিথ ও তাঁর পরিবার। বহুবার আধ্যাত্মিক শান্তির খোঁজে সদগুরুর শরণাপন্ন হয়েছেন উইল। দু'বছর আগে স্মিথের বাড়ি ঘুরে এসেছিলেন সদগুরু। তাহলে কি এবার চড়-কাণ্ডের পর মানসিক পাপস্খলন করতে স্মিথের মুম্বই এসে সদগুরু শরণ? তিনি কি সদগুরুর সঙ্গে দেখা করে আদৌ নিয়েছেন আধ্যাত্মিক শান্তির খোঁজ? তবে বলিউডের একটি সূত্র বলেছে, বিমানবন্দরে তাঁকে দেখা মাত্রই ঘিরে ধরে পাপরাজ্জি এবং অনুরাগীরা। প্রত্যেকের প্রতি মিষ্টি ব্যবহার ফিরিয়ে দিয়েছেন হলিউডের এই 'ব্যাড বয়'।
এর আগে ২০১৯ সালে 'দ্য বাকেট লিস্ট' ছবির শ্যুটিং চলাকালীন বলিউডের কয়েক জন তারকার সঙ্গে দেখা করতে আসেন এই মার্কিন অভিনেতা। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-২’-র একটা দৃশ্যেও শ্যুট করে গিয়েছেন উইল। সেই সময় হরিদ্বার ঘুরে দেশে ফিরেছিলেন।
এদিকে, চড়-কাণ্ডের জেরে ইতিমধ্যে ১০ বছরের জন্য অস্কার মঞ্চে নির্বাসিত স্মিথ। কোনওভাবেই অকাডেমি মোশন পিকচার্স আয়োজিত এই অভিজাত অনুষ্ঠানে অংশ নিতে পারবে না তিনি। মূল ঘটনার সুত্রপাত চলতি বছর অস্কার মঞ্চে।
যখন স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটের অসুখ নিয়ে রসিকতা করে অভিনেতার হাতে চড় খান কৌতুক শিল্পী তথা সঞ্চালক ক্রিস রক। এরপরেই এই ঘটনা ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়। লিখিতভাবে ক্ষমাও চান উইল স্মিথ। কিন্তু তাঁর এই 'অভব্যতা'কে রেয়াত করেনি অস্কার আয়োজকরা। তাঁর উপর ১০ বছরের নির্বাসন খাড়া ঝুলাতেই কে মুম্বই বিমানবন্দরে দেখা গেল উইল স্মিথকে?