০৫ অক্টোবর, ২০২৩

Kareena Kapoor: 'রামায়ণে সীতার চরিত্রে অভিনয়ের কোনও প্রস্তাব পাইনি', সমালোচকদের জবাব করিনার
CN Webdesk      শেষ আপডেট: ০৫ অক্টোবর, ২০২৩   Share:   

করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) সীতার (Sita) ভূমিকায় অভিনয়ের (Bollywood) খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন নেটিজেনরা। রীতিমতো হইচই পড়ে গিয়েছিল টুইটারে (Twitter)। এমনকি  অভিনেত্রীকে বয়কট করার ডাকও উঠেছিল।

গুঞ্জন শোনা গিয়েছিল পরিচালক আলৌকিক দেশাই রামায়ণ নিয়ে একটি ছবি করতে চলেছেন। সেই ছবিতেই সীতার ভূমিকায় অভিনয়ের জন‍্য প্রস্তাব গিয়েছে করিনার কাছে। এমনকি এই ছবির জন‍্য তিনি ১২ কোটি পারিশ্রমিকও নিয়ে নিয়েছেন বলে খবর ছড়ায়। অন‍্যান‍্য ছবির জন‍্য ছয় থেকে আট কোটি নিলেও এই ছবির জন‍্য নাকি করিনা পারিশ্রমিক বাড়িয়েছেন বলে দাবি করা হয়। কিন্তু এ খবর সম্পূর্ণ মিথ্যে বলে জানান বেবো নিজেই।

এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সইফ-পত্নী বলেছেন, 'রামায়ণ'-এ সীতা হওয়ার কোনও প্রস্তাব কখনও তাঁর কাছে আসেনি। এই চরিত্রে অভিনয় করা বা বেশি পারিশ্রমিক নেওয়ার যে খবর রটেছে, তার সবটাই মিথ্যা গুজব। এই বিষয়ে কী মন্তব্য করবে বুঝে উঠতে না পেরে নীরবে ছিলেন। কিন্তু ধর্মীয় ভাবাবেগে তাঁর বিরুদ্ধে আঘাত করার অভিযোগ উঠেছে। তাই সত্যিটা সকলের সামনে বলতে বাধ্য হলেন বলে জানান।

তিনি সংবাদমাধ্যমের উপরও ক্ষোভ উগরে দেন। খবর করতে হবে বলে মিথ্যে খবরও ছড়াচ্ছে। খবর তৈরি করছে। যা একেবারে অন্যায়।


Follow us on :