আর্থিক তছরূপ মামলায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacueline Fernandez) কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি (ED)। জানা গিয়েছে, ৭ কোটি ২৭ লক্ষ টাকার অবৈধ অর্থ বাজেয়াপ্ত করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর্থিক প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর মামলার তদন্তে নেমেই এই পদক্ষেপ ইডির। প্রায় ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতিতে (Money Laundering) অভিযুক্ত সুকেশ।
সেই জালিয়াতি মামলার তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পারেন, জ্যাকলিনের অবৈধ সম্পত্তির পরিমাণ ৭ কোটি ২৭ লক্ষ টাকা। যার মধ্যে ৭ কোটি ১২ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট, বাকি ১৫ লক্ষ টাকা জ্যাকলিনের হয়ে একজন চিত্রনাট্যকারকে দিয়েছিলেন সুকেশ। এছাড়াও ওই অভিযুক্তর থেকে ৫ কোটি ৭১ লক্ষ টাকার উপহারও পেয়েছেন বলিউড অভিনেত্রী। এদিন মোট ৭ কোটি ২৭ লক্ষ মূল্যের টাকা বাজেয়াপ্ত করেছে ইডি।
এ প্রসঙ্গে উল্লেখ্য, সুকেশ চন্দ্রশেখরের আর্থিক প্রতারণা মামলা প্রকাশ্যে আসতেই নাম জড়ায় জ্যাকলিনের। তাঁর সঙ্গে সুকেশের সম্পর্ক নিয়েও চর্চা ছিল তুঙ্গে। বহু মূল্যের উপহার অভিনেত্রীকে দিয়েছেন সুকেশ। তদন্তে নেমে জানতে পারেন ইডি আধিকারিকরা।
আপাতত দিল্লির এক জেলে বন্দি সুকেশ। ইতিমধ্যে জ্যাকলিনের সঙ্গে সুকেশের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হওয়ায় আরও বিপাকে পড়েন অভিনেত্রী। জানা গিয়েছে সেই সময় জামিনে মুক্ত ছিল চন্দ্রশেখর।
এদিকে, এরপর গত ডিসেম্বরে মুম্বই বিমানবন্দরে আটকানো হয় জ্যাকলিনকে। অভিনেত্রীকে ৮ ডিসেম্বর ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। পাঁচ ঘণ্টা ধরে ইডি আধিকারিকরা জেরা করেন এই বলিউড সুন্দরীকে শ্রীলঙ্কান সুন্দরীকে। জানা গিয়েছে, জ্যাকলিনকে সুকেশের দেওয়া উপহারের মধ্যে রয়েছে গুচ্চির ব্যাগ, জিমের পোশাক, দামি ব্র্যান্ডের জুতো, দু’টি হীরের আংটি, একাধিক ব্রেসলেট ইত্যাদি ইত্যাদি। এরপর পিএমএলএ আইনে অভিনেত্রীর অবৈধ অর্থ বাজেয়াপ্ত করেছে ইডি।