কৈশোরে একবার কবিতা লিখেছিলেন দীপিকা পাড়ুকোন। সেই প্রথম, সেই শেষ। রবিবার ছুটির সকালে স্মৃতিমেদুর অভিনেত্রী ইনস্টাগ্রামে সেই প্রসঙ্গ উল্লেখ করলেন। সঙ্গে জুড়ে দিলেন কৈশোরে লেখা সেই কবিতাও। জানা গিয়েছে, 'আই অ্যাম' নামে লেখা সেই কবিতা ১২ বছরে লিখেছিলেন দীপিকা। তখন তিনি সপ্তম শ্রেণির ছাত্রী।
ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী লেখেন, 'কবিতার প্রথম দুটি শব্দ আমাদের দেওয়া হয়েছিল। বাকিটা ইতিহাস।' দেখুন সেই কবিতা।
এদিকে, অভিনেত্রী সামাজিক মাধ্যমে সেই পোস্ট শেয়ার করতেই কমেন্ট সেকশনজুড়ে অনুপ্রেরণা। ১২ বছরে আপনি এই কবিতা লিখেছেন? অপর এক নেটিজেনের মন্তব্য, 'এখন আপনি ৩৬ বছরেও ভালবাসা এবং যত্নে ভরা এক শিশু।'