Share this link via
Or copy link
বাবা প্রকাশ পাদুকোনের জন্মদিনে তিরুপতি মন্দির পুজো দিলেন দিপীকা পাড়ুকোন। তিরুপতি মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আসার সময় পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়লেন দীপিকা। গোলাপি-রঙা সালোয়ার ও সিল্কের দোপাট্টায় সেজে খালি পায়ে পুজো দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। উল্লেখ্য বহু বছর ধরেই এই নীতি মেনে আসছে পাড়ুকোন পরিবার এদিন মা ও বোনের সঙ্গে তিরুপতি মন্দিরে আসেন দীপিকা।
বলে রাখা ভালো ৭৫ তম কান ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন দীপিকা। সেখান থেকে ফিরেই আবার কাজে মন দিয়েছেন তিনি। হাতে রয়েছে পরপর ছবি। ‘গেহারাইয়া’ ছবির পর দীপিকাকে দেখা যাবে শাহরুখের বিপরীতে ‘পাঠান’ ছবিতে। যেখানে অভিনয় করছেন শাহরুখ খান, জন আব্রাহাম। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই ছবি মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। হিন্দি, তামিল ও তেলগুতে মুক্তি পাবে ছবিটি। এছাড়াও ঋত্বিকের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে রণবীর ঘরণীকে। কাজ করবেন নাগ অশ্বিন এর ‘প্রজেক্ট কে’তে।
View this post on InstagramAd code goes here