LATEST NEWS
28 May, 2023

Deepika: বাবার জন্মদিনে তিরুপতিতে পুজো দিলেন দীপিকা
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৬-১০ ২০:৫২:০৬   Share:   

বাবা প্রকাশ পাদুকোনের জন্মদিনে তিরুপতি মন্দির পুজো দিলেন দিপীকা পাড়ুকোন। তিরুপতি মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আসার সময় পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়লেন দীপিকা। গোলাপি-রঙা সালোয়ার ও সিল্কের দোপাট্টায় সেজে খালি পায়ে পুজো দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। উল্লেখ্য বহু বছর ধরেই এই নীতি মেনে আসছে পাড়ুকোন পরিবার এদিন মা ও বোনের সঙ্গে তিরুপতি মন্দিরে আসেন দীপিকা।

বলে রাখা ভালো ৭৫ তম কান ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন দীপিকা। সেখান থেকে ফিরেই আবার কাজে মন দিয়েছেন তিনি। হাতে রয়েছে পরপর ছবি। ‘গেহারাইয়া’ ছবির পর দীপিকাকে দেখা যাবে শাহরুখের বিপরীতে ‘পাঠান’ ছবিতে। যেখানে অভিনয় করছেন শাহরুখ খান, জন আব্রাহাম। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই ছবি মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। হিন্দি, তামিল ও তেলগুতে মুক্তি পাবে ছবিটি। এছাড়াও ঋত্বিকের  সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে রণবীর ঘরণীকে। কাজ করবেন নাগ অশ্বিন এর ‘প্রজেক্ট কে’তে। 

Ad code goes here


Ad code goes here

Ad code goes here

Follow us on :