Share this link via
Or copy link
বেসরকারি এক বিমান সংস্থার বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগে সরব হলেন অভিনেত্রী পূজা হেগড়ে। ট্যুইট করে তাঁর মন্তব্য,'অসভ্য, অভদ্র— এমন ব্যবহার পাব আশা করিনি।' মুম্বই থেকে সেই বিমান সংস্থার বিমানে যাওয়ার নিজের গন্তব্যে যাওয়ার পথেই এই অভিজ্ঞতা।
মহেঞ্জোদরো খ্যাত এই অভিনেত্রী লেখেন, 'আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করা হয়েছে, উড়ানে এক কর্মী জঘন্য ব্যবহার করেন। সঠিক আচরণ দূরে থাক বরং উপেক্ষা করেছেন। আমি এভাবে সাধারণত টুইট করি না। কিন্তু আজ লিখতে বাধ্য হলাম।'
Extremely sad with how rude @IndiGo6E staff member, by the name of Vipul Nakashe behaved with us today on our flight out from Mumbai.Absolutely arrogant, ignorant and threatening tone used with us for no reason.Normally I don’t tweet abt these issues, but this was truly appalling
Ad code goes here— Pooja Hegde (@hegdepooja) June 9, 2022
সেই বিমান সংস্থাকে উদ্দেশ্য করে অভিনেত্রী এই টুইট করা মাত্রই জবাব আসে সংস্থার তরফে। বিমান সংস্থা জানায়, 'আমরা খুবই দুঃখিত। দয়া করে আপনার পিএনআর নম্বর এবং যোগাযোগ নম্বর আমাদের মেল করুন। আমরা দ্রুত ব্যবস্থা নেব।' জানা গিয়েছে, সলমন খানের বিপরীতে'কভি ইদ, কভি দিওয়ালি'র শ্যুটিংয়ে ব্যস্ত পূজা। রোহিত শেট্টির ছবি 'সার্কাস'-এও দেখা যাবে তাঁকে।