৬৮তম জাতীয় পুরস্কার ঘোষণার মঞ্চে দক্ষিণের ছবির জয়জয়কার। তবে পিছিয়ে নেই বাংলাও। শুভ্রজিৎ মিত্রর অভিযাত্রিক ছবির ঝুলিতে গিয়েছে জোড়া পুরস্কার। একটি সেরা বাংলা ছবি আর দ্বিতীয়টা সেরা চিত্রগ্রহণ। যুগ্মভাবে সেরা অভিনেতা হয়েছেন তানহাজি ছবির জন্য অজয় দেবগণ এবং সুরারই পাত্তু ছবির জন্য সূর্য। সুরারই পাট্টু ছবির সৌজন্যে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অপর্ণা বালামুড়ি।
সেরা ছবি মালায়লাম ভাষায় সচ্চিদানন্দন কে পরিচালিত একে আয়াপ্পানম। সেরা চলচ্চিত্র 'সুরারই পট্টরু'। এই ছবির ঝুলিতে গিয়েছে, সেরা সংগীত পরিচালকের পুরস্কার। এই পুরস্কার পান জি ভি প্রকাশ এবং আলা বৈকুণ্ঠপুরামুলু। এদিকে, সেরা সহ-অভিনেতার পুরস্কার পেয়েছেন বিজু মেনন। মরণোত্তর সেরা পরিচালক সচি। সেরা সুরকারের পুরস্কার পান সাইনা ছবির মনোজ মালয়ালম।
পাশাপাশি সামাজিক বিষয় নিয়ে তৈরি সেরা ছবি 'জাস্টিস ডিলেইড বাট ডেলিভারড' এবং 'থ্রি সিস্টার্স'। বাঙালি পরিচালক রত্নাবলী রায়ের এই ছবিট থ্রি সিস্টার্স-এর দৌলতে বাংলার ঝুলিতে চলতি বছর আরও একটা জাতীয় পুরস্কার।
অপরদিকে, চলচ্চিত্রবান্ধব রাজ্য হিসেবে পুরস্কৃত মধ্যপ্রদেশ। প্রশংসা কুড়িয়েছে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ।এছাড়া সর্বাধিক বিনোদনমূলক ছবি 'তানহাজি'।