Share this link via
Or copy link
রবিবার মানসা জেলায় কংগ্রেস নেতা (Congress Leader) ও পঞ্জাবি গায়ক (Punjabi Singer) শুভদীপ সিং ওরফে সিধু মুসোয়ালাকে (Sidhu Moose Wala) গুলি (Shoot) করে হত্যা (Murder) করা হয়েছে। গুলিতে আহত হয়েছেন তাঁর ২ সঙ্গীও। এই ঘটনায় গ্যাংস্টার বিষ্ণোই লরেন্স-ঘনিষ্ঠ গোল্ডি ব্রারের নাম উঠে এসেছে। আরও এক চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি নাড়িয়ে দিয়েছে সঙ্গীতজগত থেকে শুরু করে বলি জগতকেও। গ্যাংস্টারদের (Gangstar) রোষের মুখে পড়তে হয়েছিল সকলের প্রিয় গায়ক অরিজিৎ সিংকেও (Arijit Singh)। ৫ কোটি টাকা চেয়ে প্রাণনাশের ফোন এসেছিল অরিজিতের ম্যানেজারের কাছে।
এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে তাঁর ভক্ত ও অনুরাগীদের মধ্যে। ২০১৫ সালে দুঁদে গ্যাংস্টার রবি পূজারীর থেকে হুমকি ফোন আসে। তাঁর ম্যানেজার তরসানেকে নির্দিষ্ট সময় ঠিক করে দিয়েছিল। সে সময়ের মধ্যে ৫ কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। এত টাকা দিতে রাজি হননি অরিজিৎ সিং। বরং প্রাণ বাঁচাতে বিনামূল্যে কয়েকটি অনুষ্ঠান করার চুক্তি করতে রাজি হয়ে যান।
এখন প্রশ্ন উঠছে, নামী গায়কদেরই কেন টার্গেট করছে গ্যাংস্টাররা। তাঁদের সাফল্যই কি তবে প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে?