ব্রেকিং নিউজ
Amitabh Bachchan: 'খাইকে পান বনারসওয়ালা' গানে বচ্চনের কোরিওগ্রাফার কে? ফাঁস করলন বিগ বি
HomeentertainmentAmitabh Bachchan: 'খাইকে পান বনারসওয়ালা' গানে বচ্চনের কোরিওগ্রাফার কে? ফাঁস করলন বিগ বি
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-04-27 20:00:08
বলিউডের(Bollywood) অন্যতম হিট ছবি 'ডন'। মঙ্গলবার এই সিনেমার মুক্তির ৪২ বছর পূর্ণ হল। আর সেই ৪২তম বর্ষপূর্তি উপলক্ষে কিছু অজানা তথ্য সকলের সঙ্গে ভাগ করলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)। 'ডন(Don)' সিনেমার সুপারহিট গান 'খাইকে পান বনারসওয়ালা'। আর সেই গানের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি। অ্যানাসথেসিয়া ইনজেকশন নিয়ে এই গানের শুটিং করেছিলেন তিনি। আর এই গানের নাচ কার থেকে শিখেছিলেন, বিগ-বি তাও ফাঁস করলেন এদিন।
এই জনপ্রিয় 'খাইকে পান বনারসওয়ালার' ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে অমিতাভ বচ্চন লেখেন, নাচের সাইডওয়েজ স্টেপ ছোট্ট অভিষেকের থেকে শিখেছেন। অভিষেক (Abhisekh Bachchan) ছোটবেলায় ওভাবে নাচত। সবসময় পাশাপাশি সরে সরে। ছোট্ট অভিষেকের থেকে দেখেই এটি নকল করেছেন বলে এদিন স্বীকার করে নিয়েছেন অমিতাভ।
বলাই যায়, বাবাকে তাঁর ক্যারিয়ারের অন্যতম হিট গানের নাচ শিখিয়েছিলেন অভিষেকই। পরবর্তীকালে অভিষেক নিজে একই নাচের স্টেপ ফলো করেছেন তাঁর জনপ্রিয় গান 'মচা মচা রে'তে। অভিষেক বচ্চনের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা 'দশভি'তে রয়েছে সেই গান।